এমএস ফিনিশেশ অফ ইন স্টাইল, বরাবরই রবি শাস্ত্রীর কন্ঠে এই বাক্য শোনার প্রতি ক্রিকেট সমর্থকদের একটা আবেগ কাজ করে। শাস্ত্রীর ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে কালক্রমে কখনও রামিজ রাজা, সঞ্জয় মঞ্জরেকর বা আকাশ চোপড়া, মহেন্দ্র সিং ধোনির ম্যাচ শেষ করা হোক বা ইনিংসের শেষ বলে বাউন্ডারি মারা, এই বাক্য ঘুরে ফিরে ঠিকই চলে আসে ধারাভাষ্যকরদের মুখে। অবশ্য এটা একটা অভ্যাস বা রিফ্লেক্স অ্যাকশনও বলে যায়। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে গোটা ইনিংসে একটি বল খেলার সুযোগ পেয়েছিলেন এমএসডি, সেই বলেই তিনি বাউন্ডারি মেরে নিজেদের ইনিংস শেষ করেন। এরপর সুপার ꦜজায়ান্টসদের হয়ে লাস্ট বল বাউন্ডারি মেরে ইনিংস শেষ করলেন এবং লখনউকে জেতালেন আরেক এমএস। এক্ষেত্রে শুধুই এমএস, কোনও ডি নেই। কারণ তিনি মার্কাস স্টইনিসﷺ। '
মার্কাস স্টইনিস চেন্নাইয়ের দূর্গ একাই তছনছ করে দিয়েছেন লখনউয়ের জার্সি গায়ে। তাঁর ১২৪ রানের ইনিংসের সৌজন্যেই আইপ༒িএলে পঞ্চম জয়ের দেখা পায় ল🌄খনউ। আট ম্যাচ থেকে তাঁদের পয়েন্ট দাঁড়ায় ১০। চিপকের মাঠে স্টইনিসের অসাধারণ ইনিংসের পর লখনউ শিবির নিজেদের এক্স হ্যান্ডেলে ট্যুইট করে লিখল, 'এমএস ফিনিশেশ অফ ইন স্টাইল ইন চেন্নাই।'
আরও পড়ুন-IPL 2024-ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে I🍬PL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক
চেন্নাইতে এমএস বলতে আইপিএলে সকলে একবাক্য মহেন্দ্র সিং ধোনির কথাই বোঝেন। অবশ্য বিশ্বক্রিকেটেও বিষয়টা তেমনই। আইসিসির তিনটি ট্রফির যার ক্যাবিনেটে রাখা, তাঁর নামের প্রথম দুই অক্ষরই কাফি তাঁকে চেনার জন্য। কিন্তু আইপিএলে চিপকের মাঠে রুতুরাজদের অক্ষত দূর্গে ধাক্কা দেওয়ার পর নিজেদের দলের ক্রিকেটারকেই এমএস নামে সম্বোধন করল এলএসজি। আর সেই পোস্টই ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে। ধোনির প্রতি চেন্নাইয়ের জনতার শুধু নয়, গোটা দেশেরই একটা আলাদা আবেগ কাজ করে। তাঁদের মাঠে গিয়েই মার্কাস স্টইনিসের এই ইনিংস আইপিএলের দর্শকরা বহুদিন মনে রাখতে চলেছে। এই ইনিংস যাতে দর্শকদের স্মৃতিতে টাটকা থাকে, সেই কারণেই লখনউয়ের এই মজাদার পোস্ট, নাকি ক্ষতে নুনের ছিটে দেওয়া তা অবশ্য লখনউয়ের সোশাল মিডিয়ার অ্যাডমিনই বলতে প♉ারবেন।
ম্যাচের শেষে দলের অস্ট্রেꦏলিয়ান অলরাউন্ডারকে প্রশংসায় ভরিয়েছেন লোকেশ রাহুল। কারণ ওপেনার কুইন্টন ডি কক শুন্য করার পর রাহুল নিজে করেছিলেন মাত্র ১৬ রান। সেখান থেকেই দলকে একা হাতে টেনে নিয়ে যান স্টইনিস। ম্যাচের তাঁর রান ১২৪, সেখানে দ্বিতীয় সর্বোচ্চ লখনউ ব্যাটার নিকোলাস পুরানের স্কোর মাত্র ৩৪, এই পরিসংখ্যানই বুঝ♒িয়ে দিচ্ছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল স্টইনিংসের ইনিংস।
আরও পড়ুন-IPL 2024-স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই 🍃দুষলেন CSK꧃-র কোচ?
লোকেশ রাহুল বলছেন, 'এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে স্টইনিং🧸সে থেকে এমন একটা ইনিংস অত্যন্ত স্পেশাল। আমরা যখন ব্যাটিং করছিলাম পিছিয়ে ছিলাম, ওই জায়গা থেকে ম্যাচ বের করা বেশ কঠিন কাজ ছিল। সেখান থেকেই স্টইনিস বুদ্ধিমত্তার সঙ্গে ম্যাচ বের করে নিয়ে এসেছে। শুধু পাওয়ার হিটিং দিয়ে নয়, বরং কিছু বোলারকে টার্গ𒁃েট করে ও খেলা ঘুরিয়ে দিয়েছে'।