হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএল ২০২৪-এ হতাশাজনক পারফর্ম্যান্স মেলে ধরে মুম্বই ইন্ডি🌠য়ান্স। নতুন মরশুমে তারা ক্যাপ্টেন বদল করে কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে। তবে আইপিএল ২০২৫-এর আগে দলের হেড কജোচ বদল করল এমআই।
অবশ্য এক্ষেত্রে নতুন কারও হাতে দায়িত্ব তুলে দেয়নি ম⛎ুম্বই। তারা নির্ভরযোগ্য কোচকে দায়িত্বে ফেরায় বলা চলে। নতুন মরশুমের আগে মাহেলা জয়াবর্ধনেকে হেড কোচের পদে ফেরাল মুম্বই ইন্ডিয়ান্স। জয়াবর্ধনে মার্ক বাউচারের হাত থেকে দায়ত্ব নিচ൲্ছেন। বাউচারের কোচিংয়ে মুম্বই আইপিএল ২০২৪-এ লাস্টবয় তকমা নিয়ে মরশুম শেষ করে।
মুম্বইয়ের হেড কোচ হিসেবে জয়াবর্ধনের এটি দ্বিতীয় মেয়াদ হতে চলেছে। এর আগে ২০১৭ সালে প্র🔯থম দফায় মু🐷ম্বইয়ের কোচ নিযুক্ত হন তিনি। ২০২২ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ ছিলেন প্রাক্তন শ্রীলঙ্কান তারকা।
২০২২ সালে বাউচারের হাতে হেড কোচের দায়িত্ব ছাড়লেও জয়বর্ধনে জড়িয়ে ছ🐟িলেন এমআই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। তিনি এমআইয়ের গ্লোবাল হেড অফ পারফর্ম্যান্স নিযুক্ত হন। উল্লেখ্য, বি🥀শ্বের বিভিন্ন লিগে দল রয়েছে এমআই ফ্র্যাঞ্চাইজির। সব দলের মাথায় ছিলেন মাহেলা।
আইপিএল ছাড়া এমআই ফ্র্যাঞ্চাইজির দল রয়েছে মেজর লিগ (এমআই নিউ ইয়র্ক), এসএ-২০ (এমআই কেপ টাউন) ও ইন্টারন্যাশনাল লিগ টি-২০'তে (এমআই এমিরেটস)। জয়াবর্ধনে ফ্র্যাঞ্চাইজির এই চারটি দলের মধ্যে সমন্বয় সাধন করতেন। প্রতিভা খুঁজে বা🅠র করার দায়িত্বও ছিল তাঁর কাঁধে।
আরও পড়ুন:- Pakistan Test Squad💦: গণহারে ছাঁটাই! পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ ব👍াবর-শাহিন-নাসিম
আইপিএলের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচিত হন🤪 মাহেলা জয়াবর্ধনে। প্রথম দফায় তাঁর কোচিংয়ে মুম্বই ইন্ডিয়ান্স তিনটি আইপিএল ট্রফি জেতে। অন্যদিকে মার্ক বাউচারের কোচিংয়ে মুম্বই ইন্ডিয়ান্স ২০২৩ আইপিএলের প্লে-অফে জায়গা করে নেয়। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের কাছে হেরে যায় তারা। ২০২৪ আইপিএলে বাউচারের কোচিংয়ে ভরাডুবির মুখে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স।