অস্ট্রেলিয়ানদের ফিল্ডিং বরাবরই ঈর্ষণীয়। সকলেই চায় তাঁদের মতো ফিল্ডিং করতে, কিন্তু হয়ত পেরে ওঠে না। ২০০৩ বিশ্বকাপ হোক বা ২০২৩ বিশ্বকাপ, এত বছর কেটে গেলেও রিকি পন্টিং-ড্যারেন লেম্যানদের ধারা বজায় রেখেছেন ট্রাভিস হেড-মার্নাস ল্যাবুশানরা। এবারের টি২০ বিশ্বকাপে সুযোগ পাননি অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটার মার্নাস ল্যাবুশান। অগত্যা, বর্তমানে ইংল্যান্ডের টি২০ লিগ ভাইটালিটি ব্লাস্টে খেলেই নিজের সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার এই মিডল অর্ডার ব্যাটার। তবে ব্যাট হাতে এখনও পর্যন্ত তেমন চোখ ধাঁধানো ইনিংস খেলতে না পারলেও, ফিল্ডিংয়ে তিনি তাক লাগিয়ে দিলেন সকলের। নিলেন 🐼অবিশ্বাস্য ক্যাচ। শরীর ছুঁড়ে ক্যাচ নেওয়ার পর কয়েক মূহূর্তের জন্য নিজেকেই বিশ্বাস করতে পারলেন না অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা ক্রিকেটার।
আরও পড়ুন-চোটের জের,বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন তারকা ওপে🍬নার! দেশের মাট🐼িতে চাপে উইন্ডিজ
গ্ল্যামরগানের হয়ে টি২০ ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতায় গ্লোস্টারশায়ারের ব𒊎িপক্ষে খেলছিলেন মার্নাস ল্যাবুশান। সেই ম্যাচে বেন চার্লসওয়ার্থের ক্যাচ নিয়ে সকলকে তাজ্জব করে দিলেন এই ব্যাটার। সেই সঙ্গে ইংল্যান্ডের বর্ষসেরা ক্যাচের তালিকাতেও নিজের নাম তুলে ফেললেন ল্যাবুশান। লং অফে ফিল্ডিং করতে নেমে হাওয়ায় পাখির মতো নিজের শরীরে ছুঁড়ে ক্যাচ নিলেন মার্নাস, যা এক কথায় অনবদ্য। দেখুন সেই ক্যাচের ভিডিও।
আরও পড়ুন-কাজটা খুব কঠিন করে দিয়েছিল....প্রাক্তন প্রোটিয়া প্লেয়ারের প্রশংসায় পঞ্চমুখ মা🔥র্করাম
দশম ওভারে ম্যাসন ক্রেনের বলে বড় শট খেলার চেষ্টা করেন বেন চার্লসওয়ার্থ। সেই বল সোজাসুজি বাউন্ডারি লাইনের দিকে যাচ্ছিল। লং অফে দাঁড়িয়ে থাকা মার্নাস ল্যাবুশান প্রায় ১০ গজ 🍌দুরত্ব দ্রুত গতিতে অতিক্রম করে শরীর ভাসিয়ে দেন আকাশে। ডাইভ দিয়ে একহাতে নেন অবিশ্বাস্য ক্যাচ, সাজঘরে ফিরতে হয় বেনকে। ক্যাচ নিয়ে মার্নাস নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না, তিনি সত্যি ক্যাচটা নিয়ে ফেলেছেন। কারণ এমন ক্যাচ হয়ত ১০০টায় ১বার হয়। তবে এই ক্যাচ ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারেনি, কারণ মার্নাসের দলের বোলাররা এই সুযোগ প্রতিপক্ষ দলের ওপর তেমন চাপ তৈরি করতে পারে🍷নি।
আরও পড💎়ুন-যখন বল করতে এসেছিল তখনই ভেবেছিলাম পেটাব! শেপার্ডের ওভওারে ৩০ রান তুলে বললেন সল্ট
ম্যাচে অবশ্য অনবদ্য ক্যাচ নেওয়ার পরেও গ্ল্যামরগান দলকে জেতাতে পারেননি মার্নাস ল্যাবুশান। কারণ ২ উইকেট বাকি থাকতেই শেষ বলে গিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গ্লোস্টারশায়ার। জ্যাক টেলর ৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলার পর, শেষ ওভারে গ্ল্যামরগান♏ের পতন নিশ্চিত করেন জোশ শ। তিনি ২ বলে আট রান করেন। শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতান জোশ🌟।