শুভব্রত মুখার্জি:- সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে অত্যন্ত বিপদজনক স্পিনার সুনীল নারিন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। পাশাপাশি বিশ﷽্বের সর্বত্র ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে দাপটের সঙ্গে খেলেন তিনি। সেই সুনীল নারিনকে যে উঠতি বোলাররা বিশেষ করে স্পিনাররা যে কপি বা অনুকরণ করবেন তা বলাই♎ বাহুল্য।এবার ভারত ও কি পেতে চলেছে তার সুনীল নারিনকে!
আরও পড়ুন-ইজরায়েলের মাঠে দুরন্ত জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস! নামছে ইღংল্যান্ডও…
কয়েক বছর আগেই কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে পরিচয় হয়েছিল এক নয়া 'মিস্ট্রি' অর্থাৎ রহস্য স্পিনার সুয়াস শর্মার। এবার আরো এক ভারতীয় রহস্য স্পিনারের সঙ্গে পরিচয় হল ভারতীয় ক্রিকেট সমর্থকদের। অবিকল সুনীল নারিনের ঢঙে বলকে শরীরের পিছনে কার্যত লুকিয়ে বোলিং করে সকলের নজর কেড়ে নিয়েছেন দিগবেশ রাঠি। কে এই দিগবেশ রাঠি? কো🦄থায় খেলছেন তিনি? ঠিক কেমন পারফরম্যান্স রয়েছে তাঁর? আসুন পু♏রোটা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।
আরও পড়ুন-ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাস♛ের জন্য নির্বাসিত আনোয়ার আলিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ! ক্ষতিপূরণ পাবে মোহনবাগান…-রিপোর্ট
এই মরশুম থেকেই শুরু হয়েছে প্রথমবর্ষ দিল্লি প্রিমিয়র লিগ অর্থাৎ ডিপিএল। এই ডিপিএলেই খেলেছেন এই রহস্য স্পিনার দিগবেশ রাঠি। তিনি নিয়েছেন ১৪ টি উইকেটও।সবেমাত্র শেষ হয়েছে ডিপিএল। হিম্মত সিংয়ের নেতৃত্বাধীন ইস্ট দিল্লি রাইডার্স , দক্ষিণ দিল্লি সুপারস্টার্সকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছে। দিল্লির ক্রিকেটারদের কাছে নিজেদের স্কিলকে সকলের সামনে তুলে ধরার এটা ছিল দারুন একটা মঞ্চ। পারফরম্যান্স করে রাজ্য তো বটেই এমনকি জাতীয় সিনিয়র দলের দরজা খুলতেও মꩲরিয়া অনেকেই। প্রথম বছরে দিল্লি প্রিমিয়র লিগে একাধিক দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ক্রিকেটাররা।তবে যার পারফরম্যান্স সবথেকে বেশি নজর কেড়েছে তিনি নিঃসন্দেহে দিগবেশ রাঠি।
সুনীল নারিনের কায়দায় একেবারে বলকে লুকিয়ে শেষ মুহূর্তে বলটা করেন তিনি। এইভাবে একাধিক ব্যাটারকে বোকা বানিয়েছেন তিনি। দক্ষিণ দিল্লি সুপারস্টার্সꦡের হয়ে খেলেছেন তিনি। দক্ষিণ দিল্লি সুপারস্টার্সের ফাইনালে ওঠার পিছনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১০ ম্যাচে ১৪ টি উইকেট নিয়ে সকলের নজর কেড়েছেন এই লেগ স্পিনার। ডিপিএলে নিজের প্রথম ম্যাচে ভারতীয় কিপার💞 ব্যাটার ঋষভ পন্তকেও পর্যন্ত তিনি তার বলে মারার কোন সুযোগ দেননি।
আরও পড়ুন-ISL শুরুর ৩দিন আগেও চোট চ🉐িন্তায় মোহনবাগান🔯! মুম্বই ম্যাচে নেই ম্যাকলারেন! ফুল ফিট নন রদ্রিগেজও…
টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে শেষ করেছেন তিনি। দীর্ঘদেহী এই লেগ স্পিনারের আরো একটি গুন রয়েছে।তিনি পিচ থেকে অতিরিক্ত বাউন্স তুলে আনতে পারেন।যা ব্যাটারদের সমস্যা বাড়ায়। তাঁর এই দুরন্ত পারফরম্যান্সের পরে তিনি সকলের নজর কেড়ে নিয়েছেন। আশা করা যায় ২০২৫ আইপিএলের আগে কোন না কোন ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নে🌼ওয়ার বিষয়ে উদ্যোಞগ দেখাতে পারে।