পার্থ টেস্টের প্রথম দিনেই লোকেশ রাহুলের আউটকে ঘিরে বিতর্ক তৈরি হয়। কারণ রাহুল মনে করেছিলেন, বল লাগেনি। ব্যাটের সঙ্গে প্যাডের সংযোগ হয়েছে। এরপর অনফিল্ড আম্পায়ার তাঁকে আউট না দিলেও, পরে যখন থার্ড আম্পায়ারের কাছে বিষয়টি যায় তখন রিচার্ড ইলিংওয়ার্থ খুব বেশি অ্যাঙ্গেল থেকে সেই আউটের চিত্র দেখত෴ে না পেয়েই তাঁকে আউট দিয়ে দেন।
আরꦯও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
থার্ড আম্পায়ার সিদ্ধান্তই সঠিক
বড♑় স্ক্রিনে অর্থাৎ ফ্ল্যাট করে যদি ছবি দেখানো হত, তাহরে লোকেশ রাহুলের আউটের আরও ভালো অ্যাঙ্গেল পেতেন থার্ড আম্পায়ার, কিন্তু তা না পেয়ে রাহুলকে আউট দেন রিচার্ড ইলিংওয়র্থ। এরপরই অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক বলছেন, ‘থার্ড আম্পায়ার অন্য সিদ্ধান্ত নিয়েছে, কারন এটꦿা সাধারণ সিদ্ধান্ত ছিল। যে আওয়াজ এসেছে, যে সময় এসেছে, তাতে আমি সাধারণ আউট ভেবেছি ’।
আরও পড়ু🐼ন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
প্রথম দিনেই পার্থে ১৭ উইকেট-
প্রথম দিনেই পার্থে পড়েছে ১৭ উইকেট। তা নিয়ে স্টার্ক বলছেন, ‘আজকে বেশ ভালোই বোলিং হয়েছে, ♕উইকেটেও বোলারদের জন্য অনেক কিছু ছিল। আমার মনে হচ্ছিল এটা হার্ডবল উইকেটের মতো। বল যখন ইন্ডিয়ান্স ইনিংসের শেষদিকে নরম হতে শুরু করল, তখন আর তেমন সুবিধা পাওয়া যায়নি। পরে নতুন হার্ডবলেও খুব একটা কাজ হয়নি। এখানকার আউটফিল্ড অত্যন্ত স্লো, সেই কারণে ব্যাটিং এখানে কঠিন। আশা করব দ্বিতীয় ইনিংসে দুই দলের কাছে কিছু থাকবে ’।
আরও পড়ুন-অ💮স্ট্রেলিয়ার কাছে T20 সির♉িজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
ঠিক জায়গায় বোলিং করাতেই বোলারদের উইকেট-
অস্ট্রেলিয়া ব্যাটাররা নাকি রান পাননা, সেই নিয়ে স্টার্ক বলছেন, ‘যখন অনেক রান হয়ে তখন মনে হয়,🦩 বোলাররা খুব খারাপ বোলিং করেছে। কিন্তু উইকেট নিলে তখন পিচ কঠিন হয়ে যায়। আমার মনে হয়, যখন বোলাররা ভালো বোলিং করবে, তখন যে দলেরই হোক না কেন, তাঁদের প্রশংসা করা উচিত। আজকে উইকেটও ভালো ছিল, এখানে ভালো বোলিং করতে হত, ভালো জায়গায় বোলিং করতে হত, তাহলেই উইকেট পাওয়া যেত, সেটাই হয়েছে ’।
আরꦇও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
ভারতে সেরা দল হিসেবেই কামব্যাক করেছে-
যেভাবে ভারতীয় দল ফিরে এসেছে এই ম্যাচে তা দেখে স্টার্ক বলছেন, ‘গ🥀তবার সিরিজের ভারতের দল, পরিবেশ, পরিস্থিতি সবই আলাদা ছিল। সিরিজটা বেশ মনোরঞ্জনকরও ছিল। তবে আমরা জানি ভারত কত শক্তিশালী, সেটা আজকে ওরা বুঝিয়েও দিয়েছে। আমার মনে হয় আমরা ভালোই বোলিং করেছিলাম, ওদের কম রানেই আটকে দি। কিন্তু ওরা বল হাতে আমাদের মতোই বোলিং করে। কিন্তু আমি তাতে অবাক📖 হইনি কারণ আমরা জানি ব্যাট আর বল হাতে ভারতীয় দল কেমন। আজ ওদের বোলাররা কামাল দেখিয়েছে ’।