মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন ১ বছর পর। রঞ্জি ট্রফির ম্যাচে মধ্যপ꧃্রদেশের জয়ের সব থেকে বড় কারণ অবশ্যই মহম্মদ শামি। দুই ইনিংস মিলিয়ে তিনি তুলে নেন ৭ উইকেট। শেষ উইকেটে যখন ১২ রান প্রয়োজন, তখনই ব্রেক থ্রু দেন তিনিই। তবে এই একটা ম্যাচে ভরসা করেই তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে না বোর্ড। বরং আরও কয়েকটা কম্পিটিটিভ ম্যাচ টাইম দিতে চলেছে বিসিসিআই।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অব🅠স্থা সরফরাজের!
বাংলার হয়ে সৈয়দ মুস্তাক♐ আলি প্রতিযোগিতায় খেলতে নামতে চলেছেন পেসার মহম্মদ শামি। জাতীয় দলের এই তারকা সবেমাত্র একটা ম্যাচে খেলেছেন চোট কাটিয়ে ওঠার পর, সেখানে তাঁর পারফরমেন্স বেশ ভালো। এবার তাঁকেই আরও কয়েকটা ম্যাচে দেখে নিতে চাইছে বোর্ড, তাই তিনি টি২০ প্রতিযোগিতায় খেলবেন। ফলে অস্ট্রেল🅰িয়া যাওয়ায় দেরি হবে।
বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে সোমবার বিকেলে যে ক্রিকেটার তালিকা প্রকাশ করা হয়েছে আসন্ন সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের জন্য, সেখানে জ্বলজ্বল করছে শামির ൲নাম। লেখাও হয়েছে যে তিনিই বাংলার বোলিং লাইন আপকে নেতৃত্ব দেবেন। বলাই বাহুল্য এক্ষেত্রে বাংলা ক্রিকেট সংস্থা যাই করেছে তা বিসিসিআইয়ের নির্দেশেই করেছে। পঞ্জাবে শনিবার বাংলার প্রথম♋ ম্যাচ।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে 🦋নতুন অতিথি! ৩ থেক♏ে ৪ হলেন…
প্রসঙ্গত রোহি🥂ত শর্মা কবে যাবেন অস্ট্রেলিয়ায় তা এখনও ঠিক নয়। ভারত পার্থে কেমন খেলবে তাও ঠিক নয়। পরের টেস্ট শুরু ৬ ফেব্রুরারি। ফলে হাতে এখনও খানিকটা সময় রয়েছে টিম ম্যানেজমেন্টেকর। তাই বোলারদের পারফরমেন্স প্রথম টেস্টে দেখার পরই শামিকে পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেবে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। ততদিন শামি এই ধরনের প্রতিযোগিতায় খেলে নিজেকে ফিট রাখে🧜বেন।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিত🐻ে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
বাংলাকে এই প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন সুদীপ ঘরামি। দীর্ঘদিন ধরেই তিনি বাংলার হয়ে ভালো পারফরমেন্স করে আসছেন। বাংলার স্কোয়ার- সুদীপ ঘরামি, মহম্মদ শামি, অভিষেক পোড়েল, সুদীপ চ্যাটার্জি, শাহবাজ আহমেদ, করণ লাল, ঋত্বিক চ্যাটার্জি, ঋত্বিক রায়চৌধুরী,শাকির হাবিব গান্ধি, রনজ্যোৎ সিং খাবড়া, প্রয়াস রায় বর্মন, অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামানিক, সক্ষম চৌধু♏রী, ইশান পোড়েল, মহম্ম🧔দ কাইফ, সুরজ সিন্দ জয়সওয়াল, সায়ন ঘোষ, কনিষ্ক শেঠ, সৌম্যদীপ মণ্ডল।