ভারতীয় দলের কোচিং স্টাফদের সকলকে বদলে দিলেও কেন ফিল্ডিং কোচের পদে টি দিলীপকেই বহাল রাখা হয়েছিল সেটাই আরও একবার বোঝা গেল বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় টিম ইন্ডিয়ার যখন দ্রু👍ত উইকেটের দরক🔯ার ছিল, সেই সময়ই দুর্দান্ত ফিল্ডিং করলেন রোহিত শর্মা, মহম্মদ সিরাজরা। নিলেন এক হাতে অনবদ্য সব ক্যাচ।
আর🧔ও পড়ুন-পঞ্চম একদিনের ম্যাচ༺ে DLS মেথডে ইংল্যান্ড বধ অজিদের! অলরাউন্ডার হেডের ম্যাজিকে সিরিজ জয়…
রোহিত শর্মার লিটন দাসের ক্যাচ নিয়ে সকাল থেকেই চলছিল চর্চা। অবশ্য হওয়ারই কথা। কারণ লিটন যে বাংলাদেশ ব্যা🎀টিং লাইন আপের মুল স্তম্ভ। অন্যদিকে ভারতের অধিনায়কের ব্যাটন থাকে রোহিত শর্মার হাতে। ফলে হিটম্যানের একহাতে অনবদ্য ক্যাচের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মহম্মদ সিরাজের বোলিং। কিন্তু এরপরই দুরন্ত ক্যাচ নিয়ে সবಌ লাইম লাইট কেড়ে নিলেন মহম্মদ সিরাজও।
হায়দরাবাদের ছেলে সিরাজ বরাবরই ফিল্ডিংয়ে বেশ ভালো। গতবছর ওডিআই বিশ্বকাপে ভালো ক্যাচ নিয়েছিলেন। এবারের টি২০ বিশ্বকাপেও একহাতে ক্যাচ নিয়ে নজর কেড়েছিলেন। এবার কানপুর টেস্টেও দুরন্ত ক্যাচ নিয়ে বল হাতে নয় , ফিল্ডিংয়ের মাধ্যমেই শিরোনামে উঠে♏ এলেন মহম্মদ সিরাজ, ফেরালেন শাকিবকে।
আরও পড়ুন-BCCI AGM- নতুন ফরম্🌄যাট অপছন্দ! আগামী বছরই ফিরছে দলীপের পুরনো নিয়ম! ICCতে প্রতিনিধি কে?
রবিচন্দ্রন অশ্বিনের বলে বাংলাদেশেౠর ইনিংসের ৫🏅৬তম ওভারের শেষ বলে একটি শট খেলতে যান শাকিব আল হাসান। সেই বল সিরাজের থেকে কিছুটা দূরেই যাবে মনে হচ্ছিল। যদিও সিরাজ অনবদ্য ভঙ্গিমায় শরীর পাখির মতো ছুঁড়ে দিয়ে সেই ক্যাচ নিজের আয়ত্তে আনেন। সেই সঙ্গেই শাকিবকে বিদায় নিতে হয় ব্যক্তিগত ৯ রানের মাথায়। সিরাজের অনবদ্য ক্যাচ দেখে টি দিলীপ, অভিষেক নায়াররা প্রশংসা করেন। দলের অনেকে এমন ক্যাচে অবাকও হয়ে যান।
আরও পড়ুন-IPL 2025- তারকারা যখন জিরো, তখন ওরাই হিরো! শশাঙ্কদের সম্মান দিতেই ম্যাচ ফি-র সিদ𓃲্ধান্ত…
কথায় আছে ক্যাচেস উইন ম্যাচেস। বাংলাদেশের ব্যাটিংয়ের প্রথম ইনিংসের সময় রোহ༺িত, সিরাজদের ক্যাচ কিন্তু খেলায় ফিরিয়েছে টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় ইনিংসে অবশ্য সহজ ক্যাচ হাতছাড়া করেন লোকেশ রাহুল। ব্যাট হাতে বহুদিন পর ভালো রান পেলেও শাদমান ইসলামের যে🐠 ক্যাচটি তিনি ছাড়লেন, তা মোটেই গ্রহণযোগ্য নয়।