২০২৩ ওডিআই বিশ্বকাপের পর থেকে আর ক্রিকেট খেলতে দেখা যায়নি মহম্মদ শামিকে। তাঁর চোট নিয়ে বিস্তর জল্পনা চলছে বেশ কিছ✅ুদিন ধরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, নতুন করে হাঁটুতে চোট পেয়েছেন শামি। এরপরই অস্ট্রেলিয়া সফরে এই ভারতীয় পেসারের দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে বৃহস্পতিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ড টে꧃স্টের দ্বিতীয় দিনের শেষে নেটে বল করতে দেখা যায় মহম্মদ শামিকে। তাই এই পেসারকে নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে ভারতীয় শিবিরে।
RevSportz-এর রিপোর্ট অনুযায়ী, NCA-তে শামি ধীরে ধীরে তাঁর সর্বোচ্চ গতির দিকে এগিয়ে যাচ্ছেন এবং ইনটেনসিটিও বাড়িয়েছেন। উল্লেখ্য, চোট পাওয়ার পর এখন বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন মহম্মদ শামি। সেখানেই নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে গতকাল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বল করেন তিনি, সামনে এসেছে সেই ছবি। তবে রিপোর্টে বলা হয়েছে, শামির হাঁটুতে ব্যান্ডেজ করা ছিল এবং স্ট্র্যাপ জড়ানো ছিল। প্রথমে তিনি কম দুরন্ত দৌড়ে ধীর গতির পেস বোলিং করা শুরু করেন, পরব🌺র্তীতে সর্বোচ্চ পর্যায় গতি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এদিন শামির সঙ্গে NCA-র সিনিয়র ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন, যার মধ্যে অ্যাকাডেমির প্রধান বোলিং কোচ ট্রয় কুলি এবং স্পোর্টস সায়েন্স এবং মেডিসিনের প্রধান নিতিন প্যাটেলও ছিলেন।
শামির চোট পাওয়া এইবার প্রথম নয়। এর আগে ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হাতে চোট পেয়েছিলেন, যেই কারণে তাঁকে পুরো সিরিজে মাঠের বাইরে থাকতে হয়েছিল। মহম্মদ শামিকে বিগত ১ বছর ধরে ক্রিকেট মাঠে দেখা যায়নি। শেষ ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলেছিলেন। শেষ টেস্ট ম্যাচটিও খেলেছিলেন গতবছর, যেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল ভারত। বিশ্বকাপের মঞ্চে গোড়ালির চোটের কারণে বছরের শুরুতে অস্ত্রোপচার পর্যন্ত হয় তাঁর। আশা করা হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি ভারতীয় দলে ফিরে আসবেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নতুন করে পাওয়া হাঁটুর চোট। এখন দেখার এই আঘাত কতদিনে ঠিক হয় শামির। ইতিমধ্যেই তাঁর পরিবর্ত হিসেবে দলে জায়গা পেয়েছেন আকাশদীপ। অস্ট্রেলিয়া সফরের আগেও যদি শামি সুস্থ না হয়ে ওঠেন, সেক্ষত্রে আকাশদীপকে অজিদের বিরুদ্ধে ব্যবহার করা নিয়ে ✨ভাববে বোর্ড।