তীরে এসে তরী ডোবার উপক্রম হয়েছিল বাংলার। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে একসময় হারের সম্ভাবনা উঁকি দিচ্♏ছিল অনুষ্টুপ মজুমদারদের সামনে। শেষ ইনিংসে বাংলার ঝুলিয়ে দেওয়া চ্যালেঞ্জিং টার্গেটের খুব কাছে পৌঁছে যায় মধ্যপ্রদেশ। শেষ ইনিংসে দাপুটে হাফ-সেঞ্চুরি করে এমপি-কে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন বেঙ্কটেশ আইয়ার। তবে শেষমেশ মহম্মদ শামির কামব্যাক ম্যাচ রুদ্ধশ্বাস জয় দিয়ে স্মরণীয় করে রাখে বাংলা।
🐟 অনুষ্টুপরা টানটান ꦆম্যাচে ১১ রানে হারিয়ে দেন মধ্যপ্রদেশকে। শামি নিজে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ব্যাটে-বলে বাংলার জয়ে সব থেকে বড় অবদান রাখেন শাহবাজ আহমেদ। চলতি রঞ্জি মরশুমে এটিই বাংলার প্রথম জয়।
বাংলার প্রথম ইনিংস
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলা টস হেরে শুরুতে ব্যাট করতে নামে। প্রথম ইনিংসে ✨২২৮ রান তুলে অল-আউট হয় তারা। শাহবাজ আহমেদ নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন। তিনি ৮০ বলে ৯২ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন ক্যাপ্টেন অনুষ্টু🧸প মজুমদার। ঋদ্ধিমান প্রথম ইনিংসে ১০ রান করেন। মধ্যপ্রদেশের হয়ে প্রথম ইনিংসে ৪টি করে উইকেট নেন আরিয়ান পান্ডে ও কুলবন্ত খেজরোলিয়া।
মধ্যপ্রদেশের প্রথম ইনিংস
জবাবে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ তাদের প্রথম ইনিংসে ১৬৭ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, প্রথম🎃 ইনিংসের নিরিখে ৬১ রানের লিড পেয়ে যায় বাংলা। শুভ্রাংশু সেনাপতি ৪৭ রান করেন। ৪১ রান করেন রজত পতিদার। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। বেঙ্কটেশ আইয়ার ৩ রান করে সাজঘরে ফেরেন। বাংলার হয়ে প্রথম ইনিংসে ৫৪ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন মহম্মদ শামি। ২টি করে উইকেট সংগ্রহ করেন সুরজ জসওয়াল ও মহম্মদ কাইফ।
বাংলার দ্বিতীয় ইনিংস
বাংলা দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান তুলে অল-আউট হয়। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তিনি ১০৬ বলে ৫২ রান করে সাজঘরে ফে🐽রেন। মারেন ৬টি চার। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন ঋদ্ধিমান সাহা। তিনি ১১৫ বলে ৪৪ রান করেন। মারেন ৩টি চার। এছাড়া সুদীপ ঘরামি ৬৬ বলে ৪০ রান করেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন।
৫৮ বলে ৪০ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়। তিনি ৩টি চার মারেন। ক্যাপ্টেন অনুষꦏ্টুপ মজুমদার ৪৪ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। মহম্﷽মদ শামি ৩৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। মারেন ২টি চার ও ২টি ছক্কা। দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের হয়ে ৪টি করে উইকেট দখল করেন অনুভব আগরওয়াল ও কুমার কার্তিকেয়া।
মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস
জয়ের জন্য শেষ ইনিংসে মধ্যপ্রদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৩৮ রানের। তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে অল-আ💛উট হয় ৩২৬ রানে। অর্থাৎ, ১১ রানের 💮সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বাংলা। শুভ্রাংশু সেনাপতি ৫০, হিমাংশু মন্ত্রী ৪৪, রজত পতিদার ৩২, শুভম শর্মা ৬১, বেঙ্কটেশ আইয়ার ৫৩ ও সরাংশ জৈন ৩২ রান করেন।