Mohammed Shami was injured again: বর্তমানে মহম্মদ শামি বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছেন। এই টুর্নামেন্ট খেলার সময় শামির চোটের খবর সামনে এসেছে। মাত্র কয়েকদিন আগেই চোট কাটিয়ে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। রঞ্জি ট্রফিতে দারুণ পারফরমেন্স করেছিলেন।
এবার কোথায় চোটপেলেন মহম্মদ শামি
অনেকেই বলতে শুরু করেছিলেন কবে ভারতীয় দলে ফিরবেন শামি? অনেকে তো আবার চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতেও শামিকে দেখতে চাইছিলেন। বলা হয়েছিল শামি যদি𒅌 সুস্থ হয়ে ওঠেন তবে তাঁকে অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়া হবে। এমন অবস্থায় মহম্মদ শামির ইনজুরির খবর সামনে এসেছে। এই ঘটনা টিম ইন্ডিয়ার জন্য সত্যিই উদ্বেগের বিষয়। এবার মহম্মদ শামির পিঠে সমস্যা দেখা দিয়েছে।
ঘটনাটি কী ঘটেছিল-
শুক্রবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলায় বাংলার ফাস্ট বোলার মহম্মদ শামির পিঠে সমস্যা দেখা গিয়েছিল। ইনিংসের শেষ ওভার বল করার সময় মহম্মদ শামি বল থামানোর চেষ্টা করতে গিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার পরে মহম্মদ শামিকে বেশ অস্বস্তিকর দেখাচ্ছিল। তিনি তার পিঠ চেপে ধরেছিলেন। এরপর ম🥂াঠের মধ্যেই মহম্মদ শামিকে পরীক্ষা করা হয়। যাইহোক, এরপরে শামি উঠে নিজের ওভারটি শেষ করেছিলেন। অনেকেই চিন্তায় থাকেন, তবে অনেকে মনে করেন শামির চোট গুরুতর নয়🐈।