ISL-এ আজ কেরলের সামনে মোহনবাগান! জিতলেই শিল্ড জয়ের আরও কাছে যাওয়ার হাতছানি, নেই স্টুয়ার্ট! কখন, কোথায় দেখবেন লাইভ ম্যাচ?
Updated: 15 Feb 2025, 07:15 AM ISTআজ মোহনবাগানের আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। কার্ড সমস্যায় পাওয়া যেব না গ্রেগ স্টুয়ার্টকে। এছাড়াও নেই ভারতীয় মিডফিল্ড মায়েস্ট্রো সাহাল আবদুল সামাদ, আইশিস রাইয়ের মতো ফুটবলাররা। তবুও রিজার্ভ বেঞ্চের শক্তি দিয়েই কেরলে গিয়ে ব্লাস্টার্সের বিপক্ষে পয়েন্টের খোঁজে মোলিনা।
পরবর্তী ফটো গ্যালারি