শুভব্রত মুখার্জি:- ভারতীয় সিনিয়র পুরুষ দলের নয়া বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দ🎉ক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেল। পরশ মামব্রের বদলে এই দায়িত্ব নিয়েছেন তিনি। ভারতীয় দলের হেড স্যার হিসেবে সবে দা👍য়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এবার তাঁর টিমেই যোগ দিয়েছেন এই দীর্ঘকায় প্রাক্তন প্রোটিয়া পেসার।
বুধবারেই বিসিসিআইয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই গৌতম গম্ভীরের সহকারীর কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতেকে। এবার ভারতীয় কোচিং স্টাফের তালিকায় নয়া অন্তর্ভুক্তি মর্নি মর্কেল। ভারতের নয়া বোলিং কোচ প্রসিদ্ধ পেসার।🦋 কিন্তু কোচ হিসেবে তিনি কেমন? কোচ হিসেবে ঠিক কেমন তাঁর বায়োডাটা? আসুন জেনে নেওয়া যাক।
২০১৮ সালে আন্তর্জ🌺াতিক ক্রিকেট থেকে অবসর নেন মর্কেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলার পরেই তিনি অবস🅰র ঘোষণা করেছিলেন। দেশের হয়ে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ান ডে ম্যাচ এবং ৪৪টি টি-২০ ম্যাচে খেলেছেন তিনি।
আইপিএলেও তিনি ছিলেন যথেষ্ট পরিচিত মুখ। খেলেছেন ৭০টি ম্যাচ। রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। কোচ হিসেবে আমরা তাঁকে দেখেছি পাকিস্তান সিনিয়র পুরুষ দলের দায়িত্ব সামলাতে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে বাবর আজমদের꧅ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে নিজের চুক্তি শেষ হয়ে যাওয়ার আগেই তিনি পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
বাবর আজমরা একেবারেই ভালো পারফরম্যান্স করেননি গতবার ওডিআই বিশ্বকাপে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাঁদের। যা খবর তাতে গম্ভীর নিজে মর্কেলের নাম বিস🃏ি🐷সিআইয়ের কাছে প্রস্তাব করেছিলেন। ঘটনাচক্রে গম্ভীর এবং মর্কেলের সম্পর্ক দীর্ঘদিনের। কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের কোচিং স্টাফে একসঙ্গে কাজ করেছেন তারা। দুই বছর দুজনে একসঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করেছেন।
এরপর গম্ভীর দায়িত্ব ছেড়ে কেকেআরে আসার পরে জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে জুটি বেঁধে সুপার জায়ান্টসের দায়িত্ব সামলেছিলেন মর্কেল। আর গম্ভীরের প্রশিক্ষণে তাদের তৃতীয় শিরোপা জেতে কেকেআর। প𝓰াশাপাশি দক্ষিণ আফ্রিকাতে মেয়েদের টি-২০ বিশ্বকাপেও তিনি নিউজিল্যান্ডের মহিলা দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন।