শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে এলএসজি-র বিরুদ্ধ ২৮ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলার পথে দুর্দান্ত এক ব্যক্তিগত মাইলস্টোন টপকে যান মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ইতিহাসে এমন এক রেকর্ড গড়েন তিনি, আর বিশ্বের আর কারও নেই। সেই নিরিখ⛄ে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলের সর্বকালীন ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নেন ধোনি।
আইপিএলের ইতিহাসে ধোনির বিরল মাইলস্টোন:-
আসলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে ৫০০০ রান পূর্ণ করেন ধোনি। আইপিএলের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনির সার্বিক সংগ্রহ ৫১৬৯ রান। ২৫৭টি ম্য🏅াচের ২২৩টি ইনিংসে ব্যাট করতে নেমে এই রান সংগ্রহ করেছেন তিনি। তবে ২৫৭টি ম্যাচের মধ্যে ধোনি উইকেটকিপিং করেছেন ২৫০টি ইনিংসে। অর্থাৎ, ৭টি ম্যাচে তিনি উইকেটকিপিং করেননি। উইকেটকিপার হিসেবে মাঠে নামা ম্যাচে ব্যাট করতে নেমে ধোনি ৫০০০ রানের মাইলস্টোন টপকান শুক্রবার।
ধোনির আগে আর কোনও উইকেটকিপার-ব্যাটার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে ৫০০০ রানের মাইলস্টোন টপকাতে পারেননি। 🍌এখনও পর্যন্ত সার্বিকভাবে মোট ৭ জন ক্রিকেটার আইপিএলে ৫০০০ রানের মাইলস্টোন টপকেছেন। ধোনি ছাড়া আর কেউই উইকেটকিপার নন।
আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান:-
১. বিরাট কোহলি- ২৪৪ ম্যাচে ৭৬২৪ রান।২. শিখর ধাওয়ান- ২২২ ম্যাচে ৬৭৬৯ রান।৩. ডেভিড ওয়ার্নার- ১৮২ ম্যাচে ৬৫৬৩ রান।৪. রোহিত শর্মা- ২৫০ ম্যাচে ৬৫০৮ রান।৫. সুরেশ রায়না- ২০৫ ম্যাচে ৫৫২৮ রান।৬. মহেন্দ্র সিং ধোনি- ২৫৭ ম্যাচে ৫১৬৯ রান।৭. এবি ডি'ভিলিয়র্স- ১৮৪ ম্যাচে ৫১৬২ রান।
আরও পড়ুন:- একটি IPL-এ টেল-এন্ডার হিসেবে সব থেকে বেশি র🅠ান আশুতোষের, দেখুন সেরা ৫-এর তালিকা
আইপিএল ২০২৪-এ ধোনির পারফর্ম্যান্স:-
উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনি শুত্রবার একানা স্টেডিয়ামে 🐭লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩টি চার ও 🔯২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ধোনি আইপিএল ২০২৪-এর ৫টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৩৪টি বল খেলেছেন। সংগ্রহ করেছেন ৮৭ রান। তিনি একবারও আউট হননি। মেরেছেন ৭টি চার ও ৮টি ছক্কা। অর্থাৎ, ধোনি ২৫৫.৮৮ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন এবারের আইপিএলে।
আরও পড়ুন:- IPL-এর ৫০ ম্যাচে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি উইকেট, চাহালদের রেকর্ড ভাঙলꦅেন খলিল
আইপিএলে ধোনির উইকেটকিপিং রেকর্ড:-
মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ২৫০টি ইনিংসে উইকেটকিপিং করেছেন। ক্যাচ ধরেছেন ১৪৩টি এবং স্টাম্প-আউট করেছেন ৪২টি। অর্থাৎ আইপিএলের ইতিহাসে উইকেটকিপার হিসেবে ধোনির শ🌄িকার সংখ্যা ১৮৫টি। উইকেটকিপার হিসেবে আইপিএলে সব থেকে বেশি শিকার রয়েছে ধোনির নামেই।