রোহিত শর্মা, বিরাট কোহলিরা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত ব্যস্ত, তখন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সব কিছুর থেকে দূরে নিজের একান্ত যাপনে মজে রয়েছেন। আইপিএলের পর পরিবারের সঙ্♑গে ফুরফুরে মেজাজে রয়েছেন ধোনি। অবসরে কী করেন মাহি? ফাদার্স ডে-তে বিশেষ পোস্ট করে ꦑসেটাই ফাঁস করে দিলেন ‘ধোনি-কন্যা’ জিভা।
সকলেই জানেন, ধোনি বরাবরই বাইক প্রেমী। গাড়ির প্রতিও তাঁর আলাদা ভালোবাসা রয়েছে। তবে সেই সঙ্গে তিনি কিন্তু পশু প্র💟েমীও। কুকুর তো বেশ পছন্দ করেন মাহি। রাঁচিতে তাঁ🍒র বিশাল ফার্মহাউসে, প্রচুর পোষা প্রাণী রয়েছে ধোনির। এর আগেও তাদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, এখন শুধুমাত্র আইপিএলেই খেলেন ধোনি। আর অবসরে সুপারবাইক এবং ভিন্টেজ গাড়ি চালানোর পাশাপাশি পোষ্ꦅযদের নিয়েও বহু সময় কাটান তিনি। গত বছর ধোনি তাঁর ফার্মহাউসে পোষ্যদের সঙ্গে নিজের জন্মদিনও পালন করেছিলেন।
ফাদার্স ডে উপলক্ষে, ধোনির কন্যা জিভা তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে প্রাক্তন ভারত অধিনায়ককে তাঁর রাঁচির ফার্ম হাউসে পোষ্য কুকুরের সঙ্গℱে অবসর যাপন করতে দেখা গিয়েছে। শুধু যে ধোনি পরম মমতায় তাঁর পোষ্যদের আদর করছিলেন, এমনটা নয়। সেই ভিডিয়োতে কন্যা জিভা এবং স্ত্রী সাক্ষীকেও কুকুরদের আদর করতে দেখা গিয়েছে। তাদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে। জিভা এই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘ফ্যামিলিয়া’। অর্থাৎ তার পরিবার। আর সেই পরিবারের সদ✅স্য আদরের পোষ্যরাও।
এদিকে ২০২৪ আইপিএল শেষ হওয়ার পর থেকেই ধোনির অবসর নিয়ে নানা জল্পনা চলছে। প্র𝔍শ্ন উঠেছে, ধোনি কি তাঁর শেষ আইপিএল খেলে ফেললেন? নানা সূত্র থেকে জানা গিয়েছে, ধোনি এখনও সিএসকে ম্যানেজমেন্টকে তাঁর অবসর নিয়ে কিছু জানাননি। তিনি চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টকে বলে 💎রেখেছেন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক মাস সময় নেবেন ধোনি। বোঝাই যাচ্ছে, ধোনি অবসরের সিদ্ধান্ত জানানোর আগে সময় নিয়ে ভাবতে চান।
আরও পড়ুন: প্রথমে স্মৃতির দাপট, পরে দীপ্তি-শোভনার𒐪 আগুনে বোলিং, প্রোটিয়✱াদের ১৪৩ রানে উড়িয়ে দিল ভারত
যদিও ধোনির ব্যাটিংয়ের ধার এখনও কমেনি। সেই সঙ্গে কমেনি উইকেটের পিছনে দাঁড়িয়ে তাঁর ক্ষিপ্রতাও। তবে ১৭তম আইপিএলের সব ম্যাচে ধোনিকে ব্যাটিং করতে হয়নি। কিন্তু তিনি যে ম্যাচগুলোয় ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, চার-ছক্কার ফুলঝুরি ফুটিয়েছেন। আগ্রাসী মেজাজে ব্যাট করেছেন। যে কারণে অনেকেরই ধারণা, পরের মরশুমেও হয়তো খেলতে দেখা যেতে পারে ধোনিকে♉। অনেকে আবার মনে করছেন, এব💟ার হয়তো সরে দাঁড়াবেন মাহি। দেখার কী সিদ্ধান্ত নেন ভারতের প্রাক্তনী!