ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে সবার ওপরের দিকেই বসবেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যেও এমএসডি থাকবেন প্রথম সারিতেই। উইকেটের🌱 পিছন থেকে বহু ম্যাচই বদলে দিয়েছেন মূহূর্তের মধ্যে নেওয়া সিদ্ধান্তে। সেটা ডিআরএসের ক্ষেত্রে হোক কিংবা স্টাম্পিংয়ে। এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে মজা করতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ল ইংল্যান্ডের ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা গ্রে নিকোলস। নিজেদের একটু স্মার্ট দেখাতে গিয়ে এমন বোকামো তাঁরা করে বসলেন, যে꧟ পাল্টা তাঁরা ব্যঙ্গ কটুক্তির শিকার হচ্ছেন এখন সোশাল মিডিয়ায়। মহেন্দ্র সিং ধোনিকে নাকি তাঁরা চেনেন না এমন দাবি করা হয় গ্রে নিকোলস সংস্থার সোশাল নেটওয়ার্কিং সাইটের তরফ থেকে, আর তা দেখেই কার্যত হাসাহাসির পাত্রতে পরিণত হয়েছে সেই সংস্থা।
আইসিসির রেকর্ড বুকে 😼যে উইকেটরক্ষক এবং অধিনায়কের কীর্তি স্বর্ণাক্ষরে লেখা, তাঁকে না চেনার চেষ্টা করা যে অত্যন্ত বোকামোর কাজ তা এখন হাড়ে হাড়ে বুঝছে সেই সংস্থা। সম্প্রতি এই সংস্থার গ্লাভস পড়ে মাঠে নেমেছিলেন ইংল🍸্য়ান্ডের ক্রিকেটার জেমি স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জোস দ্য সিলভা। এরপর এই দুই ক্রিকেটারকে ধন্যবাদ জানাতে গিয়েই সোশাল মিডিয়ায় বিতর্ক উষ্কে দেয় সেই ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা, আর তাতেই নেটমাধ্যমে শুরু হয় সেই সংস্থাকে নিয়ে তুমুল হাসাহাসি।
ফেসবুকে গ্রে নিকোলসের তরফ থেকে লেখা হয়, ‘আর ইউ ইভেন আ ✃উইকেটকিপার ইফ ইউ ডোন্ট ইউজ গ্রে নিকোলস? গ্রেট টু সি জেমি স্মিথ অ্যান্ড জোস দ্য সিলভা কিপিং উইকেট ইন দ্য টেস্ট সিরিজ (অর্থাৎ, তোমরা কি আদৌ উইকেটরক্ষক যদি গ্রে নিকোলসের সরঞ্জাম না ব্য়বহার কর? খুব ভালো লাগছে জেমি স্মিথ আর জোস দ্য সিলভাকে উইকেটরক্ষা করতে দেখে ’। এরপরই এক মাহিভক্ত সেখানে লেখেন, 'ডু ইউ নো আ ক্রিকেটার এমএস ধোনি? (অর্থাৎ মহেন্দ্র ধোনি নামে এক ক্রিকেটারের নাম জানো? '। এর পাল্টা উত্তরে গ্রে নিকোলস সংস্থা যা বলে, 𓃲তাতেই বিতর্ক শুরু। কারণ ইংল্যান্ডের এই ব্র্যান্ড দাবি করে বসেন তাঁরা নামও শোনেননি মহেন্দ্র সিং ধোনির।
অবশ্য প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর তাঁদের রাগের কারণও আছে। কারণ ২০১৩ সালে এই ইংল্যান্ডকেই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০০৭ সালে এই ইংল্যান্ডের বিরু▨দ্ধেই তো যুবরাজ সিংয়ের ৬ বলে ৬টা ছক্কার পর সেবার টি২০ বিশ্বকাপ জেতে ভারতীয় দল। তাই এমএসডির🦩 কৃতিত্ব ঢাকতে তাঁরা আনকোরা জেমি স্মিথ আর জোস দ্য সিলভাকে চিন্তে পারলেন, ধোনিকে পারলেন না।