ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা তারকাদের মধ্꧒যে অন্যতম বিরাট কোহলি। একদিনের ক্রিকেটের সর্বোচ্চ শতরানের রেকর্ড তাঁরই ঝুলিতে। এক আইসিসি বিশ্বকাপেও সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ২০২৩ বিশ্বকাপে। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপ ফাইনালে দলকে জিতিয়েছেন। গোটা প্রতিযোগিতায় রান না পেলেও দলের সব থেকে দরকারের সময়ই ঠিক জ্বলে উঠেছে ক্যাপ্টেন কোহলির ব্যাট। নিজের জীবনে জেতেননি এমন কোনও কিছুই তেমন নেই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ হোক বা একদিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি২০ বিশ্বকাপ। কোনও কিছুই বাদ নেই। যদিও প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক ইউনিস খান মনে করছেন এখনও নিজের ক্রিকেট কেরিয়ার অপূর্ণ বিরাট কোহলির। সেই কাজটা আগামী বছর সাড়তে পারলেই বৃত্ত সম্পূর্ণ হবেন বলে মনে করছেন তিনি।
আগামী বছরের শুরুতে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটি এবার আয়োজনের দায়িত্বে রয়েছে পাকি𓆉স্তান ক্রিকেট বোর্ড। যদিও পাক🌠িস্তানে ভারতীয় দল না পাঠানোর সিদ্ধান্তে দীর্ঘদিন ধরেই অনড় রয়েছে ভারত-সরকার। এক্ষেত্রে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেদেশে বিরাটদের খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এরই মধ্যে বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ারের অসমাপ্ত এক অধ্যায় নিয়েই বার্তা দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খান।
ইউনিস খান বলছেন, ‘বিরাট কোহলি পাকিস্তানে আসুক আর ভালো পারফরমেন্স করুন। এই একটা পালক তাঁর মুকুটে বাকি রয়েছে। যদি ও আসে তাহলে আমাদের সবাই খুব খুশি হব ’। পিসিবির এক সূত্র জানিয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য যা যা করা দরকার সবই পিসিবি করেছে। ফরম্যাটের জন্য একটি ছকও তাঁরা জমা দিয়েছে। ইভেন্টের বাজেটের একটা আভাসও দেওয়া হয়েছে। এবার আইসিসির ওপর নির্ভর করছে তাঁর🥀া কীভাবে সূচি তৈরি করবে। ভারতীয় দলের সব ম্যাচ এবং ফাইনাল লাহোরে দেওয়া হয়েছে ’।
২০০৬ সালে অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে পাকিস্তানে গেলেও এরপর কখনই সিনিয়র ভারতীয় দলের সঙ্গে সেদেশে যাননি বিরাট কো🗹হলি। ২০০৭ সালের পর আর দুই দেশের মধ্যে কোনও টেস্ট সিরিজ হয়নি। ২০১২ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজও খেলেনি ভারতীয় দল। এই আবহেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতের সরে দাঁড়ানোর জল্পনা শুরু হতেই, বিরাটকে অস্ত্র বানিয়ে ভারতকে ফের সেদেশে আমন্ত্রণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক।