জিম্বাবোয়ে সিরিজে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করতে দেখা গেছিল শুভমন গিলকে। এরপরের সিরিজ থেকেই অবশ্য এই ফরম্যাটের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে বেছে নেয় বিসিসিআই। যদিও শুভমন গিলকে দেওয়া হয়েছে ভারতীয় দলের সহ অধিনায়কত্বের কাজ। আগামী দিনে গিলই হয়ে উঠতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, মনে করছেন বিশেষজ্ঞরা। শুরুটা দুর্দান্ত করলেও গতবছর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে ফর্মে ধারে কাছে ছিলেন না গিল। অসুস্থতা কাটিয়ে উঠলেও পুরো ফিট হয়ে উঠতে পারেননি ওডিআই বিশ্বকাপে, এরপর পারফরমেন্সে ঘাটতির জন্য বাদ পড়েন দল থেকে। সুযোগ পাননি টি২০ বিশ্বকাপেও। এরই মধ্যে পঞ্জাব থেকে উঠে আসা এই🐷 ক্রিকেটারকে নিয়েই বড় ভবিষ্যৎদ্বাণী করলেন ভারতীয় দলে🐈র প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
রাহুল দ্রাবিড় জমানায় ভারতীয় ক্রিকেট দলের ব্য়াটিং কোচের দায়িত্বে ছিলেন বিক্রম রাঠোর। কাছ থেকে দেখেছেন শুভমন গিলকে। দ্রাবিড়ের সঙ্গেই মেয়াদ শেষ হয় তাঁরও। শোনা যাচ্ছে এনসিএর প্রধান পদে তিনি যোগ দিতে পারেন আগামী অক্টোবরে, কারণ সেপ্টেম্বর পর্যন্ত সেই পদে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। এরই মধ্যে গিলকে নিয়ে বড় বার্তা দিলেন 🌜বিক্রম। শুভমন গিলকেই আগামী দিনে তিন ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়কের পদে দেখছেন বিক্রম।
বিক্রম রাঠোর বলছেন, ‘আমি যখন ওকে প্রথমবার নেটে দেখি, তখন বাকিদের মতোই আমার নজর ছিল ওর ওপর। ওর প্রতিভা সম্পর্কে অনেক কথা শুনেছিলাম,⛄ তাই নিজেও তা পরখ করতে চাইছিলাম। যখন প্রথমবার ওকে খেলতে দেখি, তখন খুব ভালো লেগেছিল ওর ব্যাটিং দেখে। কোন পরিস্থিতিতে কোন শট খেলতে হবে, নিজের শক্তির দিকগুলোর পাশাপাশি কঠিন পরিস্থিতিকে ভয় পায় না গিল, এটা ওর বড় অ্যাডভান্টেজ ’।
মাত্র ২৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে নজর কেড়💛েছেন গিল। ২০২৩ সালে ওডিআইতে ২৯ ম্যাচে ১৫৮৪ রান করেছেন এই ক্রিকেটার, গড় ৬৩.৩৬। বিক্রম আরও বলছেন, ‘রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে থেকে সেরাটা বের করে এনে ছিল অধিনায়কের বাড়তি দায়িত্ব। এটা শুভমনের ক্ষেত্রেও প্রযোজ্য। যদিও গিল এখনও অধিনায়ক নয়, তবে নেতৃত্বে দেওয়ার ইউনিটের মধ্যে ওর থাকা, গিলের পারফরমেন্স আরও বাড়াবে। সহ অধিনায়ক হওয়ার জন্য ওর ওপর আলাদা দায়িত্ব আসবে, যেটা ওর মত যুব ক্রিকেটারের জন্য খুব ভালো দিক, একদিন ও তিন ফরম্যাটেই♌ ভারতকে নেতৃত্ব দিতে পারে ’। সম্প্রতি জিম্বাবোয়ের বিপক্ষে গিলের নেতৃত্বে ৪-১ ফলে সিরিজ জেতে টিম ইন্ডিয়া।