দ্যা হান্ড্রেডে এবারে দল নামাতে চলেছেন ভারতের💮 মুকেশ আম্বানি, সঞ্জীব গোয়েঙ্কারা। বহু বছর ধরেই ভারতীয় ক্রিকেটে দল রয়েছে মুকেশ আম্বানির। কয়েক বছর আগে আইপিএলে দল কেনেন সঞ্জীব গোয়েঙ্কাও। এর আগেও তাঁর আইপিএলে দল ছিল,𒉰 সেই দলের নাম ছিল রাইজিং পুণে সুপার জায়ান্ট, তাঁর বর্তমান দলের নাম লখনউ সুপার জায়ান্ট। এছাড়াও মোহনবাগান ক্লাবেরও তিনি বিনিয়োগকারী।
আরও পড়ুন-ফুলেছে পিঠ,বেড়েছে ব্যথা! 🧸চোট নিয়েই বিরাটদের মাটি ধরালেন ১৩ উইকেট নেওয়া কিউয়ি স্পিনার…
সম্প্রতি ইংল্যান্ডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দ্যা হান্ড্রেড অর্থাৎ ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা। কিন্তু অর্থের দিক থেকে আইপিএলের ধারে কাছে এখনও আসতে পারেনি সেই খেলা। ফলে ভারতীয় বিনিয়োগকারীদের সেদেশে টানার চেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছেন ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। এবার সেখানেই দল কিনতে আগ্র🧔হ প্রকাশ করলেন মুকেশ আম্বানি, সঞ্জীব গোয়েঙ্কারা।
দ্য হান্ড্রেডে বিনিয়োগ করছেন আম্বানি-গোয়েঙ্কা-
সূত্রের খবর, গত শুক্রবার ভারতের দুই ব্যবসায়ির পক্ষ থেকেই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব গেছে। অর্থাৎ তাঁরা যে দল কিনতে আগ্রহী সেটাই জানিয়েছেন। প্রথম রাউন্ডের বিডিংয়♚ে তাঁরা আগ্রহ প্রকাশ করেছেন।🦩 দলের ৪৯ শতাংশ মালিকানা কেনার ক্ষেত্রে ৩টি রাউন্ডে বিডিং প্রসেশ আয়োজিত হতে চলেছে দ্য হান্ড্রেডে।
মুম্বই ইন্ডিয়ান্সের মালিকের আরও এক দল বাড়বে-
আগেই ⭕এমআই কেপটাউন, এমআই নিউ ইয়র্ক,এমআই এমিরেটসের মতো বিদেশি লিগে দল কিনেছে মুꦫকেশ আম্বানির মুম্বই ইন্ডিয়ানস। শোনা যাচ্ছে, তাঁরা এবার লন্ডনের লর্ড স্টেডিয়ামে খেলার জন্য দল কিনবনে। নিলামে দল কিনলে, তাঁরা এরপর দলের নাম রাখবেন এমআই লন্ডন।
আরও💯 পড়ুন-অফ ফ🍬র্মের মাঝেই লজ্জার রেকর্ড অব্যাহত বিরাটের! আগেই সচিনকে টপকেছেন LBW আউটের রেকর্ডে!
তৃতীয় ক্রিকেট দল কিনকে পারেন সঞ্জীব গোয়েঙ্কা-
আইপিএলে লখনউ সুপার জায়ান্টের মা𒊎লিক সঞ্জীব গোয়েঙ্কারও ডারবান সুপার জায়ান্ট দল রয়েছে। জানা গেছে, কোনও একটি শহরের দল নয়, একাধিক দলের জন্যই বিড করেছেন গোয়েঙ্কার সংস্থা। ২০২৫ সালের শুরুর দিকে জানা যাবে, কারা এই হান্ড্রেড প্রতিযোগিতার দল কিনতে পারছেন। প্রসঙ্গত, ২০২১ সাল থেকে শুরু হয় ইংল্যান্ডের এই ১০০ বলের প্রতিযোগিতা।