অঘটন না ঘটলে এক যুগ পর ফের ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের মুখে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের চা পানের বিরতিতে ভারতীয় ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে এই ম্যাচে জয় পাওয়া ব🐬েশ কঠিন বলেই মনে হচ্ছে ভারতের। বলা ভালো, হারই হয়ত ভাগ্যে অপেক্ষা কর♍ছে টিম ইন্ডিয়ার। যশস্বী জয়সওয়াল ছাড়া বাকি ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ, আর তাতেই টিম ইন্ডিয়া লজ্জাজনকভাবেই সিরিজ হারের মুখে।
আরও পড়ুন-‘বিরাট ওভাবে আউট হবে, ভাবতেই পারিনি’! ৭ উইকেট নেওয়া স্যান্টনার অবাক বিরাটের শ🧸টে!
স্পিন খেলতে বারবার সমস্যায় বিরাট-
স্পিনারদের খেলার ক্ষেত্রে বিরাট ক🥂োহলির যে সমস্যা, সেটাই বহাল থাক🍨ল আরও একবার। সেই সঙ্গে আবারও স্পিনারদের বলেই এলবিডাব্লু আউট হলেন কোহলি। এটাই প্রথমবার নয়, চলতি বছরে টেস্টে বেশ কয়েকবারই আধুনিক ক্রিকেটের সব চেয়ে সফল ব্যাটারকে স্পিন খেলার ক্ষেত্রে সমস্যায় পড়তে দেখা গেছে, হয়েছেন বারবার এলবিডাব্লু আউটও।
জাদেজা-অশ্বিন পারলেন না ভারতকে জেতাতে-
রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা চেন্নাইতে ঐতিহাসিক ইনিংস খেলে সেꦇযাত্রায় ভারতকে বাঁচিয়ে দিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধ💦ে। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে তাঁরাই লড়লেন, কিন্তু দুই স্পিনার আদৌ কিউয়ি স্পিনারদের ভেল্কি পেরিয়ে ভারতের হয়ে অবিশ্বাস্য কামব্যাক লিখতে পারলেন না। ব্যক্তিগত ১৮ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকেও আউট করলেন সেই স্যান্টনার।
আরও পড়ুন-বর্ডার গাভাসকর 🐠সিরিজের সঙ্গে প্রোটিয়া সিরিজেরও দল প্রকাশ BCCI-র! দলে নাইট তারকা…
লজ্জার রেকর্ড বিরাটের-
প্রথম ইনিংসে পুণে টেস্টে স্পিনারের বলে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন কোহলি। দ্বিতীয় টেস্ট ১৭ রানের মাথায় সেই মিচেল স্যান্টনারের বলেই এলবিডাব্লু হয়ে আউট হলেন কোহল🙈ি। এই নিয়ে দেশের মাটিতে ২৫বার এলবিডাব্লু হয়ে আউটের নজির গড়লেন বিরাট কোহলি। ভারতের মাটিতে এলবিডাব্লু হয়ে আউটের নিরিখে বিরাটের পিছনেই রয়েছেন সচিন তেন্ডুলকর, তিনি আউট হয়েছে ২৩বার। তবে খেলেছেন বিরাটের থেকে বেশি ইনিংস।
আরও পড়ুন-সুর নরম করতেই ফিরেছেন ইন্ডিয়া 'এ'তে! ইশানের অস্ট্রꦇেলিয়া যাওয়ার আগেꦐ স্নেহের চুম্বন মায়ের…
স্যান্টনারই হারিয়ে দিল ভারতকে-
দেশের মাটিতে ভারতীয় দল ভেবেছিল হয়ত টার্নিং ট্র্যাকে খেলা হলে তাঁরা ঘুরে দাঁড়াতে পারবেন। কিন্তু সেখানেই প্রথম ইনিংস🌳ে সাত উইকেট নিয়ে ভারতের স্বপ্নে জল ঢেলে দিয়েছিলেন স্যান্টনার। ඣদ্বিতীয় ইনিংসেও তিনি নিলেন পাঁচটির বেশি উইকেট। তাঁর শিকারের তালিকায় নাম থাকল রোহিত, বিরাট, শুভমন, যশস্বীদের মতো টপ অর্ডার ব্যাটারের। সরফরাজ খানের উইকেটটিও তুললেন স্যান্টনারই।