চলতি বেঙ🍸্গল প্রো টি-২০ লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল মꦇুকেশ কুমারের নেতৃত্বাধীন স্ম্যাশার্স মালদা। শুক্রবার তারা ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন কলকাতা টাইগার্সকে।
ইডেনে টস জিতে কলকাতা টাইগার্সকে শুরুতে ব্যাট করতে পাঠান মালদার ক্যাপ্টেন মুকেশ। কলকাতা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১৭ রান সংগ্রহ কꦇরে। দলের হয়ে সব থেকে বেশি ৩৫ রান করেন শুভম চট্টোপাধ্যায়। ৪০ বলের ঠুকঠুকে ইনিংসে তিনি ৪টি চার মারেন।
এছাড়া ২১ বলে ৩০ রান করেন আকাশ পান্ডে। তিনি ৪টি ছক্কা মারেন। ১৭ বলে ১৪ রান করেন অভিলিন ঘোষ। ক্যাপ্টেন♉ অভিষেক পোড়েল ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
স্ম্যাশার্স মালদার হয়ে ৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ১০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন মুকেশ কুমার। ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন অখিল। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন ঋত্বিক চট্টোপাধ্যায়, রমেশ প🍃্রসাদ ও গীত পুরি।
൩জবাবে ব্যাট করতে নেমে মালদা ১৭.২ ওভারে ৩ উইকেটের বিಞনিময়ে ১২১ রান তুলে ম্যাচ জিতে যায়। জয়জিৎ বসু ৫৫ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ৫০ বলের অনবদ্য ইনিংসে তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন ঋতম পোড়েল। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন।
৪ রান করে আউট হন রণজ্যোৎ খাইরা। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১১ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ২টি ছক্কার সাহাযಌ্যে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থꦡাকেন কাইফ আহমেদ।
কলকাতা টাইগার্সের হয়ে আকাশ পান্ডে ৪ ওভারে ১টি মেডেন-সহ ১০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। সায়ন ঘোষ ৪ ওভারে ২৮ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। উইকেট পাননি করণ লাল। ম্যাচের স♔েরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্ম্যাশার্স মালদার ক্যাপဣ্টেন মুকেশ কুমার।
স্ম্যাশার্স মালদা টানা ২ ম্যাচে জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে। তাদের সংগ্রহে রয়েছে ৪ পয়েন্ট। ২ ম্যাচে ১টি জয়-সহ🥂 ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে কলকাতা টাইগার্স।