এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের চার গুরুত্বপূর্ণ প্লেয়ার- অধিনায়ক রোহিত শর্মা, সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া, অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার সূর্যকুমার যাদব, সবচেয়ে নির্ভরযোগ্য পেসার জসপ্রীত বুমরাহ। স্বভাবতই টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে কি এঁদের বিশ্রাম দেওয়া হবে? বিশেষ করে বুমরাহ এবং চোট সারিয়ে ফেরা হার্দিককে বিশ্রাম দেওꦉয়ার দাবি উঠছে বিভিন্ন মহল ♎থেকে।
তবে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড ইঙ্গিত দিয়েছেন, বুমরাহকে বিশ্রাম দেওয়ার ভাবনা তাঁদের নেই। যদিও মুম্বইয়ের আইপিএলের প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ, তখন ভার🍬তীয় দলের কথা মাথায় রেখে কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হবে না, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার সূর্যকুমার যাদবের সেঞ্চুরির হাত ধরে সানরাইজার্স হায়দরাবাদকে ♍সাত 📖উইকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৭৪ রান তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছেন হার্দিক পান্ডিয়ারা। এই জয়ের হাত ধরে এমআইকে টানা চার ম্যাচে হারের ধারায় ইতি টানতে পেরেছে। ১২ ম্যাচ খেলে এটি তাদের চতুর্থ জয়।
হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর সাংবাদিক সম্মেলনে পোলার্ডের কাছে জানতে চাও🔴য়া হয়েছিল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাহকে বাকি দু'টি ম্যাচে বিশ্রাম দেওয়ার কোনও পরিকল্পনা আছে কিনা? 💟পোলার্ড বলে দেন, ‘আমি এটি নিয়ে কোনও আলোচনা করিনি।’
আরও পড়ুন: KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার, শীঘ্রই যোগ দিতে চল⛦েছেনౠ নাইট শিবিরে
সঙ্গে ত൩িনি যোগ করেন, ‘আমি মনে করি না যে, এটা বলার জায়গায় আছি। তবে দেখা♔ যাক কী হয়। আমরা সবাই এখানে একটি সম্পূর্ণ আইপিএল খেলতে এসেছি। মাঝে মাঝে যখন আমরা বিভিন্ন জিনিসের চেয়ে অনেক বেশি এগিয়ে চিন্তা করি, বিশ্বকাপ নিয়ে চিন্তা করি, এই জিনিসগুলি দল নির্বাচনের আগে থেকেই পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে।’
পো🌄লার্ড আরও বলেছেন, ‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আইপিএল শেষ করা। তারপর কী হয়ে দেখা যাবে। জসপ্রীত বুমরাহ যখন আইপিএল শেষ করে ভারতীয় দলে যোগ দেবে, তার পর অন্🐠য কিছু ভাববে। আমরা এখন থেকেই যদি বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করি, তাহলে পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। আমাদের বেশি এগিয়ে ভাবা উচিত নয়।’
আরও পড়ুন: SRH-এর বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকি༒য়ে রোহিতের নজির স্পর্শ করার পাশাপাশি, MI- এর হয়ে ইতি♎হাস লিখল সূর্য
মুম্বইয়ের শেষ আইপিএল ম্যাচটি ১৭মে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এদিকে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের🅷 যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১ জুন থেকে।
আইপিএল-♕এ যে ফ্র্যাঞ্চাইজিগুলি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে না, সেই দলগুলিতে থাকা ক্রিকেটাররা আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে যেতে পারেন। এই ক্রিকেটাররা মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কয়েকদিন বেশি সময় পাবেন। বাকিদের হাতে একদমই সময় থাকবে না। টানা ২ মাস আইপিএল-এ খেলার পর ক্লান্তিও থাকবে। এই কারণেই ভারতীয় দলের প্রধান ক্রিকেটারদের বিশ্রꦇাম দেওয়ার দাবি উঠছে। কিন্তু সেই দাবিতে কর্ণপাত করছে না আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।