তাঁর ১৯তম জন্মদিনের দুই সপ্তাহ আগেই মুশির খান রঞ্জি ট্রফির ফাইনালে সেঞ্চুরি করা মুম্বইয়ের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হ💛য়েছেন। তিনি এদিন সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দিয়েছেন। সচিন ১৯৯৪-৯৫ মরশুমে রঞ্জিরﷺ ফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে মুম্বইকে শিরোপা জিততে সাহায্য করেছিলেন।
মুশির খান ফাইনালে তাদের প্রথম ইনিংসে অবশ্য ব্যর্থ হয়েছিলেন। ৬ রান করে আউট হয়ে গিয়েছিলেন তিনি। তবে মঙ্গলবার বিদর্ভের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৫৫ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। সেই সঙ্গে সচিনকে ছাপিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বইয়ের সর্ব🍒কনিষ্ঠ ব্যাটার হিসেবে শতরান করার নজির গড়েছেন।
প্রথম ইনিংসে⛦ ১১৯ রানের লিড নেওয়ার পরে, মুশির এবং অধিনায়ক অজিঙ্কা রাহানে মিলে তাঁদের দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের ভিত শক্ত করে দেন। দুই ওপেনার পৃথ্বী শ' (১১) এবং ভুপেন লালওয়ানি (১৮) দ্রুত সাজঘরে ফিরে গেলেও, হাল ধরেন মুশির এবং রাহানে। এই জুটি সোমবার মুম্বইকে ২ উইকেটে ৩৪ রান থেকে, ২ উইকেটে ১৪১ রানে 💖নিয়ে গিয়েছিল। এমন কী দু'জনেই তাঁদের হাফ সেঞ্চুরিও সোমবারই করে ফেলেছিলেন।
আরও পড়ুন: ধোনির পরবর্তী কে? অধিনায়ক নিꦇয়েও নাকি সিদ্ধান্ত নেবেন মাহিই- দাবি CSK-এর CEO-র
সেখান থেকে মঙ্গলবার ব্যাট করতে নেমে দলে🌺র ১৬৪ রানের মাথায় আউট হয়ে যান রাহানে। ১৪৩ বলে ৭৩ রান করে তিনি সাজঘরে ফেরেন তিনি। হাঁকান ৫টি চার ꩲএবং একটি ছক্কা। তবে খুঁটি হয়ে টিকে থাকেন মুশির। তিনি এর পর জুটি বাঁধেন শ্রেয়স আইয়ারের সঙ্গে। চতুর্থ উইকেটে শ্রেয়স এবং মুশির যোগ করেন ১৬৮ রান। শ্রেয়স ১১১ বলে ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। মাত্র ৫ রানের জন্য হাতছাড়া করেন সেঞ্চুরি। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং তিনটি ছক্কায়। তবে শ্রেয়স না পারলেও, শতরান পূরণ করেন মুশির। ১০টি চারের হাত ধরে তিনি ৩২৬ বলে ১৩৬ রান করেন। এছাড়া শামস মুলানি ৮৫ বলে ৫০ করে অপরাজিত থাকেন। বাকিরা অবশ্য ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি।
আরও পড়ুন: MI নেটে চেনা⛄ ছন্দে দেখা মিলল হার্দিকের, 2024 IPL-এ ঝড় 𓆏তোলার আভাস দিয়ে রাখলেন- ভিডিয়ো