আইপিএলের মাঝপথেই চেন্নাই সুপার কিংস ছাড়লেন মুস্তাফিজুর রহমান। তবে সিএসকে-তে খেলে তিনি আবেগতাড়িত। আইপিএলের দল ছেড়ে এবার গায়ে বাংলাদেশের জার্সি চাপানোর পালা। দেশে ফেরার আগে সিএসকে-র সবচেয়ে জনপ্রিয় এবং তারকা প্লেয়ার মহেন্দ্র সিং ধোনির চ𓄧েয়ে একটি বড় উপহার পেয়েছেন মুস্তাফিজ। তাঁকে নিজের একটি জার্সি🔴 উপহার দিয়েছেন ধোনি।
ধোনির থেকে উপহার পেয়ে মুগ্ধ মুস্তাফিজ
তর্কাতীত ভাবে চেন্নাইয়ের সবচেয়ে জনপ্রিয় তারকার জার্সি পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের তারকা পেসার। ধোনির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারাটাও মুস্তাফিজের কাছে বড় বিষয়। শুক্রবার ধোনির হাত থেকে জার্সি নেওয়ার মুহূর্তের একটি ছবি বাংলাদেশি পেসার তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়া আম🌞ার কাছে একটি বিশেষ অনুভূতি। আমার প্রতি সব সময় বিশ্বাস রাখার জন্যও ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শ গুরুত্বপূর্ণ। সেই সব কথা আমি মনে রাখব।’
ক্যাপশনের শেষে ধোনির দলে আবার খেলার ইচ্ছে প্রকাশ করেছেন মুস্তাফিজ। লিখেছেন ‘আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি ফের দেখা করত💞ে এবং খেলতে মুখিয়ে আছি।’
বাংলাদেশের তারকা পেসারের আইপিএলে পারফরম্যান্স
২০২৪ আইপিএল নিলামে বাংলাদেশের তারকা পেসারকে ভারতীয় মুদ্রায় ২ কোটি দিয়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে তিনিই ছিলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার। এবার আইপিএলে চেন্নাইয়ের হয়ে ভালো ছন্দে ছিলেন বাংলাদেশের তারকা পেসার। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ফেলেছেন। আপাতত সিএসকে-র সর্বোচ্চ উইকেটশিকা🌳রি তিনিই।
আরও পড়ুন: কিছু ভাবছিলামই না, শেষ ওভারের প্♏ল্যান নিয়ে অকপট ভুবি, হতভম্ব কার্তিক
এবারের টুর্নামেন্টে এই মুহূর্তে জসপ্রীত বুমরাহের সঙ্গে যৌথ ভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় রয়েছে মুস্তাফিজুর রহমান। তবে তিনি আইপিএল ছেড়ে চলে যাওয়ায় এই তালিকায় স্বাভাবিক ভাবেই পিছিয়ে পড়বেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পরেই মুস্তা♎ফিজুর রহমান চেন্নাই সুপার কিংস ছেড়েছেন।
আরও পড়ুন: তোমার যখন অভিষেক হয়েছিল, ন🧸্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ 🐭রোহিতের- ভিডিয়ো