বিগ ব্যাশের চলতি মরসুমে এখনও লড়াইয়ের পর্যায়ে রয়েছে হোবার্ট হ্যারিকেন্স। এই মুহূর্তে তারা রয়েছে পঞ্চম স্থানে। তবে লাগাতার ম্যাচ জিততে থাকলে উঠে আসবে পয়েন্ট টেবিলে। তবে চলতি মরসুম চলাকালীন এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার চেজ মাস্টার বিরাট কোহলির প্রশংসা করলেন দলের এক তরুণ ক্রিকেটার নিখিল চৌধুরী। তিনি বলেন, বর্তমানে তাঁর প্রি🍬য় ক্রিকেটার বিরাট কোহলি এবং তাঁর ব্যাটিং তাঁর মন ছুঁয়েছে। পাশাপাশি সেই সাক্ষাৎকারে তিনি আরো জানিয়েছেন যে তিনি অস্ট্রেলিয়ার তারকা পিঞ্চ হিটার ব্যাটার টিম ডেভিডেরও বড়ো ভক্ত এবং ওর থেকেও অনেককিছু শিখছেন।
বিবিএলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর জীবনটা যেন একেবারেই পালটে গিয়েছে পঞ্জাবের এই তরুণ ক্রিকেটার নিখিল চৌধুরীর। একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলে চলেছেন তিনি দলের হয়ে। পাশাপাশি, বল হাতেও তিনি দলের হয়ে তুলেছেন গুরুত্বপূর্ণ উইকেট। তবে এবার একটি সাক্ষাৎকারে তিনি প্রশংসা করলেন বিরাট কোহলির। তিনি জানালেন তিনি বিরাটের বড় ভক্ত এবং ওর আগ্রাসী ক্রিকেট নি꧙খিলের খুবই পছন্দ।
পঞ্জাবের এই তরুণ ক্রিকেটারের বক্তব্য, 'এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে আমি বিরাট কোহলির একজন বড় ভক্ত। ও যেভাবে নিজের ইনিংস আগে এগিয়ে নিয়ে যায় এটা সত্যিই দেখার মতো। বিশেষ করে ওর আগ্রাস🎃ী ক্রিকেট ছুঁয়েছে আমার মন। শেষ দশ বছর ধরে আমি ওর খেলা লক্ষ্য করছি এবং সত্যি বলতে গেলে যত দেখছি ততই মুগ্꧋ধ হচ্ছি। দিনদিন ওর খেলার উন্নতিই হচ্ছে। এটাই আমি বলব।'
পাশাপাশি, এই সাক্ষাৎকারে তিনি প্রশংসা করেন টিম ডেভিডেরও। তিনি বলেন, 'ও একজন দারুণ ক্রিকেটার। ও খুব ভালো ব্যাটার। ওর সঙ্গে আমি শেষ দুমাস ধরে কথা বলছি। যখন থেকে আমি চুক্তি স্বাক্ষর করেছি, তখনই ও আমাকে মেসেজ করে বলে চলো এবার এটা করে দেখাই। সত্যি বলতে গেলে ওর থেকে শেখাটা আমি দারুণ উপভোগ করছি।' নিখিল আরও জানান যে মডার্ন ডে ক্রিকেটে টিম সেরা ফিনিশার। তিনি বলেন, 'আমি জ্ঞানত যতগুলি ফিনিশার দেখেছি, তার মধ্যে আমার সেরা টিম ডেভিডই। আমি মনে করি এই মুহূর্তেও ব꧟িশ্বের সেরা ফিনিশর। একইসাথে একজন দুর্দান্ত হিটারও। এই ব্যাপারে ওর অনেক অভিজ্ঞতা রয়েছে। ও গত দু'বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছে।'