প্রায় দশ বছর হতে চলল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পার🌞েনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শেষবার ২০১৪-১৫ সালে বর্ডার গাভাসকর ট্রফি নিজেদের ডেরায় জিতেছিল অস্ট্রেলিয়া, সেই সিরিজে বিরাট কোহলির দুরন্ত লড়াই সকলেরই মনে রয়েছে। মিচেল জনসনের সঙ্গে সেই সময় কোহলির লড়াই ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। স্টার্ক, কামিনস, নাথান লিয়ঁ, স্টিভ স্মিথরা এরপর বহু টেস্ট খেললেও ভারতের বিপক্ষে সিরিজ জয়ဣ অধরাই রয়েছে তাঁদের।
এরই মধ্যে এবার সুর চড়ালেন অস্ট্রেলিꦦয়ার তারকা স্পিনার নাথান লিয়ঁ। গত 𝔉দশ বছরের না হওয়া কাজটাই এবারে ভারতের বিপক্ষে সাঙ্গ করতে মরিয়া রয়েছে তাঁর দল, জানাচ্ছেন লিয়ঁ। কয়েক বছর আগে গাব্বায় পন্ত, শর্দুলদের দাঁতে দাঁচ চাপা লড়াই ছিল দেখবার মতো, এবার পাল্টা একই লড়াই দিয়ে সিরিজ পুনরুদ্ধার করতে মরিয়া ক্যাঙ্গারু বাহিনী।
আরও পড়ুন-CFL-এ ৪-০ গোলে জয় ইস্টবেঙ্গলের! গোলদাতা এডউইন,জেসিন ও আজাদ! ৯ ম্যাচে ২৫ পয়েন্ট লালহ💫লুদের…
২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু এবারের বর্ডার গাভাসকর ট্রফি। এখনও ২০২০-২১ সালের ভারতের বিপক্ষে সিরিজ হারের ঘা দগদগে নাথান লিয়ঁদের কাছে। কারণ সেবার প্রথম ম্যাচে ভারত ৩৬ রানে অলআউট হয়ে হারের মুখ দেখেছিল, কিন্তু এরপর সিডনিতে ড্র এবং মেলবোর্ন-গ🍸াব্বায় অজিদের হারিয়ে সিরিজ ২ꦕ-১ ফলে জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। গাব্বার অহঙ্কার ভাঙার পর থেকেই তাঁদের জয়ের খিদে আরও বেড়ে গেছে, তা পরিস্কার নাথান লিয়ঁর কথায়।
আরও পড়ুন-ডার্বি বাতিলেও রোখা গেল না আওয়াজ!রবিবার ♔যুবভারতীতে RG Kar কাণ্ড♎ে প্রতিবাদের ডাক ইস্টমোহনের সমর্থকদের
নাথান লিয়ঁ বর্ডার গাভাসকর সিরিজ দীর্ঘদিন না জেতা নিয়ে বলছেন, ‘প্রায় দশ বছর হয়ে গেছে, আমরা নিজেদের অসমাপ্ত কাজটা এবার করতে চাই। অনেকদিক হয়ে গেছে, তাই আমরা ক্ষুধার্ত সিরিজের ফল আমাদের পক্ষে করার জন্য। আমায় অন্যভাবে 🌠নিয়ো না, ভারতীয় দল এই মূহূর্তে সুপারস্টার দল আর যথেষ্ট চ্যালেঞ্জিং দল। কিন্তু আমরাও এবারে মরিয়া পরিস্থিতি আমাদের আয়ত্তে রেখে সিরি🎐জ জেতার জন্য। আমার মনে হয় কয়েক বছর আগের সঙ্গে আমাদের এই দলের পার্থক্য রয়েছে, আমরা এখন আগের তুলনায় আরও অনেক ভালো ক্রিকেট খেলছি ’।
আরও পড়𝓰ুন-১৮ সেপ্টেম্বর ACL 2 অভিযান শুরু মোহনবাগানের! যুবভারতীতে প্রতিপক্ষ এফসি রাভশান…
ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সওয়াল সম্পর্কেও কাউন্টিতে খেলতে গিয়ে টম হার্টলির থেকে খুটিনাটি জেনে নিয়েছেন নাথান লিয়ঁ। তিনি বলছেন, ‘আমি এখ💧নও যশস্বী জয়সওয়ালের বিপক্ষে খেলিনি, কিন্তু ও আমাদের সব বোলারেদর কাছেই একটা চ্যালেঞ্জ হতে চলেছে। যেভালে যশস্বী ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে খেলেছিল, সেটা আমার বেশ রোমাঞ্চকর লেগেছে, আমি এই নিয়ে টম হার্টলির সঙ্গেও কথা বলেছি। আমি টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলতে ভালোবাসি, তাই এই ফরম্যাট নিয়ে কারোর সঙ্গে কথা বললে অনেক অজানা তথ্য জানা যায়, আর স🌠েটা কাজে লাগানো গেলে ভালোই হয়’।