বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রঞ্জি ট্রফিতে শিরোনামে উঠে📖 এলেন দিল্লির ক্রিকেটার নবদীপ সাইনি। টিম ইন্ডিয়ায় বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচেই খেলেছেন এই জোরে বোলার। দুরন্ত গতির বোলিংয়ের🐻 জন্য তাঁর নাম রয়েছেন। খেলেছেন অতীতে বিরাট কোহলির পাশেও। আইপিএলেও অত্যন্ত চেনা মুখ তিনি। এবার রঞ্জির ম্যাচে তিনি এমন কাণ্ড ঘটালেন, যা দেখে হেসে লুটোপুটি খাওয়ার অবস্থা।
তামিলানাড়ু বনাম দিল্লির রঞ্জি ট্রফির ম্যাচে মজাদার ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট। দিল্লির হয়ে ব্যাট করতে নেমেছিলেন ভারতীয় দলে খেলা ক্রিকেটার নবদীপ সাইনি। তিনি ব্য🀅াট করার সময় একটি বাউন্সার এসে লাগে মাথায়। এরপর প্রথমে ঠিক আছি বললেও পরের মূহূর্তেই মাথায় ব্যাথার না𝓀টক করে মাটিতে শুয়ে পড়েন তিনি।
সুন্দর-সুদর্শনের ইনিংসে চালকের আসনে তামিলনাড়ু-
আসলে তামিলনাড়ুর বিরুদ্ধে শুরু থেকেই করুণ অবস্থা ছিল দিল্লির। কারণ প্রথম ইনিংসে ব্যাট করে ৬ উইকেটে ৬৭৪ রান তুলে ইনিংস ডিক্লিয়ার করেছ✤িল তামিলনাড়ুর অধিনায়ক নারায়ন জগদীশন। সাই সুদর্শন দ্বিশতরান করে এবং ওয়াসিংটন সুন্দর শতরান করে তামিলনাড়ুকে আউটরাইড জয়ের সামনে এনে দিয়েছিলেন। প্রথম ইনিংসে মাত্র ২৬৬ রানে অলআউট হয়ে যায় দিল্লি। এরপর তাঁদের ফলো অন করান তামিল অধিনায়ক নারায়ন জগদীশন।
হেলমেটে এসে লাগে বল-
দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়ই নবদীপ সাইনি হেলমেটে এসে লাগে একটি বাউন্সার। তিনি চেয়েছিলেন বলটি ছেড়ে দিতে, কিন্তু ঠিক সময় নিচু হতে পারেননি। এরপরই উঠে দাঁড়িয়ꦍে তিনি ননস্ট্রাইকার এন্ডে থাকা ক্রিকেটারকে থাম্বস আপ দেখিয়ে বুঝিয়ে দেন তিনি সুস্থ। কিন্তু এরপরই মনে পড়ে, খেলায় আর বেশিক্ষণ বাকি নেই। তাই অলআউট হওয়া রুখতে গেলে কিছুটা সময় চুরি করে নেওয়া যাবে এই অছিলায়।
একঝলকে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো-
আরও পড়ুন-‘এখন নয়, ৩১ তারিখের মধ্যে জানাব’, IPL নিয়ে CSKকে বার্তা ধোনির! জিইয়ে রইল ধಞোౠঁয়াশা
বুদ্ধি কাজে লাগিয়ে দিল্লিকে ১ পয়েন্ট এনে দেন সাইনি-
সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন নবদীপ সাইনি। হাত পা ছুঁড়ে এমনভাবে তিনি শুয়ে পড়েন এবং যেভাবে নিজের ড্রেসিং রুমের দিকে চিকিৎসকের জন্য আবেদন করেন, তা দেখে হেসে ফেলেন ফিল্ডিং করতে থাকা তামিলনাড়ুর খেলোয়াড়রাও। নবদীপ সাইনির এই কয়েক মিনিট 🎉চুরি করে নেওয়ার ফলও হাতে নাতে পায় দিল্লি। তাঁরা ১৯৩ রানে ৮ উইকেটে ম্যাচ শেষ করে। বাকি আর দুই উꦍইকেট তুলে নিতে পারলেই তামিল নাড়ু পুরো পয়েন্ট পেতে পারত, কিন্তু তাঁদের আপাতত খুশি থাকতে হল ৩ পয়েন্ট নিয়েই। আর দিল্লি পেল ১ পয়েন্ট।