নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হল না পাকিস্তান দ♎লের। কিউয়িদের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হল শাহিন শাহ আফ্রিদির দলকে। সেই সঙ্গে সঙ্গে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। শুক্রবার, অর্থাৎ ১২ জানুয়ারি, অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। এদিন টসে জিতে প্রথমে কেন উইলিয়ামসনদের ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক শাহিন আফ্রিদি। তবে নেমেই ধাক্কা খান কিউইরা। দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফিরে যান দলের তারকা ওপেনার ডেভন কনওয়ে। তারপর দ্রুত গতিতে রান তুলে পঞ্চম ওভারে আউট হন অন্য ওপেনার ফিন অ্যালেন।
তবে এরপর একটি বড় পার্টনারশিপ গড়েন অধিনায🔯়ক কেন উইলিয়ামসন ও মিচেল। ১২ ওভার শেষের আগে ৪২ বলে ৫৭ রান করে আউট হন কেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৯টি বাউন্ডারির সৌজন্যে। এরপর অর্ধশতরান হাঁকান মিচেলও। ৪টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে তিনি করেন ৬১। তবে মাঝে গ্লেন ফিলিপস ও মার্ক চাপম্যানের বিধ্বংসী ব্যাটিংয়ের উপর ভর করে ২০০ রানের গণ্ডি পার করে নিউজিল্যান্ড। কুড়ি ওভার শেষে তাদের রান দাঁড়ায় ৮ উইকেটে ২২৬। পাকিস্তানের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান শাহিন আফ্রিদি ও আব্বাস আফ্রিদি এবং দুটি উইকেট পান হ্যারিস রউফ।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয় পাকিস্তানের। ঝড়ের গতিতে রান করা শুরু করেন দুই ওপেনার সাইম আইয়ুব ও মহম্মদ রিজওয়ান। তবে এর সঙ্গে দ্রুত উইকেটও হারাতে থাকেন তারা এবং এর জেরে চাপে পড়ে যায়। ৯ ওভার শেষে ৯০ রান হলেও, তারা হারান তিনটি উইকেট। এরপর লোয়ার অর্ডার ব্যাটারদের থেকে অল্প সাহায্য পাওয়া সত্ত্বেও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি পাক বাহিনী। মাত্র ১♛৮০ রানে অলআউট হয়ে যায় তারা। পুরো ওভারও খেলতে পারেননি। ১৮ ওভারে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
তবে এদিন ব্যাট হাতে অবশেষে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাবর আজম। তাঁর মোট সংগ্রহ ৩৫ বলে ৫৭, যার💞 মধ্যে রয়েছে ৬টি চার এবং ২টি ছক্কা। বাবরের এই ইনিংস পাক দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য় করে ঠিকই। কিন্তু এই ম্যাচ জিততে পারেনি তারা। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পান পান টিম সা🐓উদি। চারটি উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট তোলেন অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স। ম্যাচের সেরা হন মিচেল।