শুভব্রত মুখার্জি: আসন্ন টি২০ বিশ্বকাপ যৌথ ভাবে এবার আয়োজন করবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। ১ জুন থেকে শুরু হবে এই আইসিসি বিশ্বকাপ। ২০টি দেশকে নিয়ে বসবে এক মেগা আসর। ইতিমধ্যেই অনেক দল তাদের চূড়ান্ত স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে। আয়োজক আমেরিকা যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। তারাও তাদের স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। স্কোয়াডে জায়গা পেয়েছেন প🐭্রতিভাবান ক্রিকেটার নিসর্গ প্যাটেল। বিশ্বকাপের লড়াইতে নামার আগে তাঁর এক বিশেষ ইচ্ছার কথা তিনি জানিয়েছেন! ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার থেকে উপদেশ পেতে চান তিনি !
নিসর্গ জানিয়েছেন, তাঁর চোখে সেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তবে ৪২ বছর বয়সীর একদিকে বয়স হয়ে গিয়েছে, সেই সঙ্গে তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেক💖ে দূরে রয়েছেন। ফলে বিশ্বকাপের আসরে ধোনিকে পাওযꦗ়া সম্ভব নয় জেনেই, এবার রবীন্দ্র জাদেজার মুখোমুখি হতে চান! সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার প্রিয় তারকা এমএস ধোনি। তবে উনি এই মুহূর্তে অবসর নিয়েছেন। আর সেই কারণে আমি রবীন্দ্র জাদেজার থেকে কিছু উপদেশ নিতে চাই। জাদেজা অনেকটাই আমি যে ঘরানার ক্রিকেটার, সেই ঘরানার ক্রিকেটার। বাঁ-হাতে বলটা করছে। আবার ডান হাতি ব্যাটারও তিনি। ফলে ওর থেকে ছোট ছোট উপদেশ পেলে, তা আমার খুব কাজে আসবে।’
টি-২০ বিশ্বকাপ নিয়ে বলতে 👍গিয়ে তিনি জানিয়েছেন, ‘আমরা খুব উত্তেজিত এই বিষয়টি নিয়ে। দীর্ঘ দিন ধরে মানুষ অপেক্ষা করে রয়েছে, এই বিশ্বকাপ দেখতে। এই বিশ্বকাপে আমরা খেলার বিষয়ে মুখিয়ে রয়েছ💃ি। প্রত্যেকে প্রথম বার বিশ্বকাপ খেলবে। ফলে প্রত্যেকেই ভালো পারফরম্যান্স করতে মরিয়া। ক্রিকেট বিশ্বের বড় বড় দেশ ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলাটা আমাদের কাছে স্বপ্নের মতন। আমাদের স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবে রুপ নিচ্ছে। আমরা যদি দশ মিনিটও ভারতীয় দলের তারকা বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহের সঙ্গে কাটানোর সুযোগ পাই, তা আমাদের কাছে অনেক বড় ব্যাপার হবে। আমাদের সবার কাছে এটা দারুণ একটা পাওনা।’