প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে আছে, কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে নেই কেন? যে মুহূর্ত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পেয়েছে ভারত, তখন থেকেই সেটা নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। কিন্তไু কেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যুক্তি দিয়ে বুঝিয়ে দিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এক মুখপাত্র বলেন, ‘ম্যাচ খেলে উঠে নতুন জায়গায় গিয়ে পরদিনই যাতে ফের দলগুলিকে ম্যাচ খেলতে না হয়, সেজন্য দ্𝄹বিতীয় সেমিফাইনালের জন্য বাড়তি সময় বরাদ্দ করা হয়েছে। (রিজার্ভ ডে রাখা যায়নি) ম্যাচটা সকাল ১০ টা ৩০ মিনিট (স্থানীয় সময় অনুযায়ী) থেকে শুরু হবে। সেখানে প্রথম সেমিফাইনাল শুরু হয়েছে সন্ধ্যায়। তার ফলে সেদিন আর বাড়তি সময় বরাদ্দ করার সুযোগ ছিল না।’
কখন থেকে দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে?
স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী রাত আটটা) দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে। যে ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড। ফলে ম্য🐈াচটা করার জন্য অনেকটা সময় হাতে থাকবে। সেমিফাইনালের নিয়ম অনুযায়ী, সাধারণ সময়ের পরে বাড়তি ২৫০ মিনিট বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২ টো ৪০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী রাত ১২ টা ১০ মিনিট) থেকে ম্যাচের ওভার কꦓমতে শুরু করবে। ১০ ওভারের ম্যাচ শুরুর কাট-অফ টাইম হল মোটামুটি বিকেল ৪ টে ১৪ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী রাত ১ টা ৪৪ মিনিট)।
অন্যদিকে, স্থানীয় সময় অনুযায়ী, বুধবার রাত আটটা নাগাদ থেকে প্রথম সেমিফাইনাল শুরু হয়। আইসিসির মুখপাত্রের বক্তব্য, ওই ম্যাচটা অনেকটাই রাত থেকে শুরু হয়েছিল। ফলে বাড়তি যে সময় দেওয়া হয়েছিল, সেটা বুধবারই শেষ হত না। অনেকটা সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রিজার্ভ ডে রাখা হ൲য়েছিল, যাতে সেদিন ম্যাচটা শেষ করা যায়। অর্থাৎ আদতে খেলার যে সময় বরাদ্দ করা হয়েছিল, সেটার মধ্যে তেমন ফারাক নেই। স্রেফ খাতায়কলমে দ্বিতীয় সেমিফাইꦿনালে রিজার্ভ ডে নেই। সময়টা মোটামুটি এক।
দ্বিতীয় সেমিতে রিজার্ভ থাকলে মহাবিপদ হত
যদি দ্বিতীয় সেমিফাইনালಌে রিজার্ভ ডে থাকত, তাহলে শুক্রবার (স্থানীয় সময় অনুযায়ী) খেলা শেষ হত। তারপর আবার গায়ানা থেকে ব💜ার্বাডোজে যেতে হত। আর পরদিন (শনিবার) সকাল ১০ টা ৩০ মিনিট (স্থানীয় সময় অনুযায়ী) থেকে ফাইনালে খেলতে নামতে হত। দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলকে কার্যত কোনওরকম অনুশীলন ছাড়াই মাঠে নামতে হত তখন।
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোন দল ফাইনালে যাবে?
এমনিতে সেমিফাইনালের নিয়ম অনুযায়ীꦉ, ম্যাচ হওয়ার জন্য প্রতিটি দলকে কমপক্ষে ১০ ওভার খেলতে হবে। এমনিতে পাঁচ ওভারের নিয়ম থাকে। কিন্তু সেমিফাইনালে ওভারের সংখ্যা বাড়ানো হয়েছে। আর যদি বৃষ্টির জন্য ম্যাচ না করা যায়, তাহলে সুপার এইটে গ্রুജপের শীর্ষে শেষ করায় ফাইনালে চলে যাবে ভারত। তবে গায়ানায় এখন সূর্য উঠেছে। বৃষ্টি হয়নি। ফলে পুরো ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে।