ক্রিকেটের মাঠে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হলে খেলౠোয়াড়দের উপরে চাপ থাকবে না, এমনটা হওয়া মুশকিল। এবারও তার অন্যথা হওয়ার উপায় নেই। কেননা ভারতীয় দল গত দু'বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে। ঘরেরে মাঠে দীর্ঘদিন টিম ইন্ডিয়ার কাছে টেস্🔯ট সিরিজ জেতেনি অজিরা। তাই প্যাট কামিন্সদের উপরে চাপ থাকবে বর্ডার-গাভাসকর ট্রফি পুনরুদ্ধারের।
অন্যদিকে, এবার বর্ডার-গাভাসকর ট্রফির ফলাফলের উপরে নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া। তার উপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে হোয়াইটℱওয়াশ হওয়ার পরে ভারতীয় দল এমনিতেই চাপে রয়েছে। রোহিতদের সামনে চ্যালেঞ্জ রয়েছে অজি সফরে ভালো কিছু করে দেখানোর।
যদিও টিম ইন্ডিয়ার প্রথম বিশ্বকাপজয়ী দলনায়ক কপিল দেব মনে করছেন যে, বেশি চাপ নিলেই মুশকিল। কেননা চাপের মুখে ভালো খেলা মেলে ধরা কঠিন। কপিলের মতে, খোলা মনে মাঠে নিজেকে মেলে ধরা দরকার। কেননা যে দল ভালো খেলবে, জিতবে 🦄তারাই। তাই অকারণ এটা-সেটা ভেবে নিজেদের চাপে ফেলে লাভ নেই। কপিল অবশ্য ভারতীয় দলকে শুভকামনা জানিয়েছেন বর্ডার-গাভাসকর ট্রফির আগে।
কপিল দেব বলেন, ‘আমি আমার দলকে শুভকামনা জানাতে চাই। অহেতুক লোকের ক💙থা শুনে লাভ নেই। মাঠে নেমে༒ নিজেদের মেলে ধরো। যারা ভালো খেলবে, তারাই জিতবে। তাই নিজেদের বাড়তি চাপে ফেলার দরকার নেই।’
কপিল দেব যাই বলুন না কেন, ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে এক্ষেত্রে প্রবল চাপে রয়েছে, সেটা𒐪 বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সিরিজের শুরুতেই পূর্ণ শক্তির দল নিয়🌜ে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা ছিল টিম ইন্ডিয়ার। তবে ব্যক্তিগত কারণে রোহিত শর্মা অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নামবেন না বলে খবর। দ্বিতীয় সন্তানের পিতা হওয়ার পরে রোহিত আপাতত পরিবারের সঙ্গে রয়েছেন।
শুভমন গিলের আঙুলে চিড় ধরেছে। তাই তাঁকেও সিরিজের প্রথম টেস্টে দলে পাবে না ভারত। অনুশীলনে চোট পেয়েছেন সরফরাজ খান ও লোকেশ রাহুল। লোকেশ যদিও রবিবার পুরোদস্তুর অনুশীলন ক♓রেন। তিনি ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন বলে জানা গিয়েছে।
সুতরাং, গুরুত্বপূর্ণ ๊টেস্ট সিরিজের আগে দলে চোট-আঘাতের সমস্যা দেখা দিলে চাপে থাকা স্বাভাবিক সব দেশেরই। এখন দেখার যে কপিলের পরামর্শ মেনে ভারতীয় দল কতটা চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারে।