Women's T20 World Cup 2024 match officials: আন্তর্জাতিক ক্রিকꦉেট কাউন্সিল অর্থাৎ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর জন্য ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। আশ্চর্যের বিষয় হল, প্রথমবারের মতো পুরো আসরে মহিলা ম্যাচ কর্মকর্তাদেরই দেখা যাবে। কারণ আইসিসি যে প্যানেল গঠন করেছে তাতে কোনও পুরুষকে রাখা হয়নি। ম্যাচ রেফারি হোক বা আম্পায়ার, এবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সব দায়িত্ব সামলাবেন শুধু মহিলারাই। এটি আইসিসির একটি বড় সিদ্ধান্ত। এর জন্য ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ১০ জন আম্পায়ার এবং তিন জন ম্যাচ রেফারি সহ মোট ১৩ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি।
আরও পড়ুন… জসপ্রীত এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের কোহিনূর হিরে- বুমরাহর সমালোচকদের অশ্বিনের জবাℱব
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শুরু হবে চলতি বছরের 🦩৩ অক্টোবর থেকে। আইসিসি-র এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি খেলা হবে ২০ অক্টোবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে হচ্ছে। এর কারণ সেখানে একটি অভ্যুত্থান হয়েছিল এবং পরিস্থিতিও খারাপ ছিল।
আরও পড়ুন… IND vs B♈AN: তাঁকে সহজ-সরল ভাববার ভুল করবেন🤡 না- যশস্বীকে নিয়ে কেন এমন বললেন অশ্বিন?
এমন পরিস্থিতিতে আইসিসি এটিকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করেছে। এই মেগা ইভেন্টের জন্য, অভিজ্ঞ আম্পায়াররাও প্যানেলে জা🌜য়গা পেয়েছেন, যাদের ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছℱে। তাদের মধ্যে পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার করবেন ক্লেয়ার পোলোসাক, আর চতুর্থবারের মতো আম্পায়ারের দায়িত্ব নেবেন কিম কটন ও জ্যাকুলিন উইলিয়ামস।
আরও পড়ুন… ভিডিয়ো: গম্ভীর বা মর্কেল নয়, এই সাপোর্ট স্টাফকে কেন ভারতীয় দলের সেღলিব্রিটি 𝔉কোচ বললেন অশ্বিন?
আগের ফাইনালে টিভি আম্পায়ার ছিলেন সু রেডফার্ন। চতুর্থবারের মতো মেগা ইভেন্টে আম্পায়ার হবেন তিনি। টুর্নামেন্টে প্রথমবারের মতো ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবোয়ের সারাহ ডাম্বাওয়ানা। ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে জিএস লক্ষ্মী, শান্দ্রে ফ্রিটজ এবং মিচেল পেরেরাকে। জিএস লক্ষ্মীর ১২ বছরের অভিজ্ঞতা রয়েছে। আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের আইসিসি সিনিয়র ম্যানেজার শন ইজি বলেন, ‘আমাদের খেলায় মহিলাদের উন্নতিতে অবদান রাখতে পেরে আইসিসি গর্বিত। আইসিসি🐓-র এই টুর্নামেন্টটি সম্পূর্ণ ভাবে মহিলারা অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন এটা একটা দারুণ বিষয়।’
ICC মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ম্যাচ অফিসিয়াল-
ম্যা🉐চ রেফারি: শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী, মিচেল পেরেরা।
ম্যাচ আম্পায়ার: লরেন এজেনব্যাগ, কিম কটন, সারাহ ডাম্বানেভানা, আনা হ্যারিস, নি🔜মালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাথি😼, সু রেডফার্ন, এলোইস শেরিডান এবং জ্যাকলিন উইলিয়ামস।