২০২১ সালের ভারত সফরে একজোড়া টেস্ট ম্যাচে মাঠে নামেন রাচিন রবীন্দ্র। চারটি ইনিংসে ব্যাট করতে নেমে যথাক্রমে ১৩, অপরাজিত ১৮, ৪ ও ১৮ রান সংগ্রহ করেন তিনি। পরে ২০২২ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ১টি টেস্টে মাঠে নামেন রাচিন। সেই ম্যাচের দুই ইনিংসে তাঁর বꦛ্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৪ ও ১৬ রান। সুতরাং, কেরিয়ারের প্রথম ৩টি টেস্টের ৬টি ইনিংসে ব্যাট করে নিউজিল্যান্ডের তরুণ অল-রাউন্ডার সংগ্রহ করেন সাকুল্যে ৭৩ রান।
মাঝের সময়টায় নিউজিল্যান্ডের হꦿয়ে সীমিত ওভারের ক্রিকেটে নিজের জাত চেনান রবীন্দ্র। বিশেষ করে গত ওয়ান ডে বিশ্বকাপে ব্যক্তিগত পারফর্ম্যান্স দিয়ে সকলকে চমকে দেন ২৪ বছরের রাচিন। অবশেষে দীর্ঘ ২ বছর পরে ফের টেস্ট ক্রিকেটের আঙিনায় ফিরে আসেন রবীন্দ্র। কামব্💦যাকেই চমক দেখান ব্যাট হাতে।
বে ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরি🦹জের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন রাচিন। তাঁর এই ইনিংসের সামনে ফিকে দেখায় কেন উইলিয়ামসনের শতরানকেও। রাচিন ম্যাচের প্রথম দিনেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ১০টি চ🍌ার ও ১টি ছক্কার সাহায্যে ১৮৯ বলে। প্রথম দিনে তিনি নট-আউট থাকেন ১১৮ রানে।
দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে রবীন্দ্র ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে যান ৩৪০ বলে। সাহায্য ন🥂েন ২১টি চার ও ১টি ছক্কার। নিজের টেস্ট কেরিয়ারে এটিই রাচিনের প্রথম ডাবল সেঞ্চুরি। উল্লেখ্য এই প্রথমবার তিনি টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছন। অর্থাৎ, নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরির রূপ দেন রাচিন।
যদিও দ্বিশতরানে পৌঁছেই লড়াইয়ের ময়দান ছাড়ার লক্ষণ দেখা যায়নি রাচিনের মধ্যে। বরং তিনি নিজের ইনিংসকে আরও বড় রূপ দেওয়ার চেষ্টায় ডুবে যান। শেষমেশ ব্যক্তিগত ২৪০ রানের মাথায় আউট হয়ে মাঠ ছাড়েন রবীন্দ্র। ৩৬৬ বলের ইনিংসে তিনি ২৬টি চার ও ৩টি ছক্কা মারেন। গত আইপিএল নিলাম থেকে ১ কোটি ৮০ লক্ষ টাকার বিনিময়ে রবীন্দ্রকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। যে রকম ফর্মে রয়ে♛ছেন কিউয়ি তারকা, তাতে আইপিএলের আগে সিএসকের আপ্লুত হওয়াই স্বাভাবিক।
দক্ষিণ আফ্ওরিকার বিরুদ্ধে এই টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ইতিমধ্যেই রানের পাহাড়ে চড়েছে। তারা দ্বিতীয় দ😼িনের চায়ের বিরতিতে ৭ উইকেটের বিনিময়ে ৪৭৫ রান তুলে ফেলে। তখনও পর্যন্ত সাকুল্যে ১৪১ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড।