নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দিকে আরও এক পা এগিয়♑ে গেল পাকিস্তান। প্রথম ৩টি টি-২০ ম্য়াচ হেরে সিরিজ হার আগেই নিশ্চিত করেছিল শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল। এবার চতুর্থ টি-২০ ম্যাচেও কিউয়িদের কাছে মাথা নোয়াতে হয় শাহিনদের।
চতুর্থ টি-২০ ম্যাচে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে একা লড়াই চালান মহম্মদ রিজওয়ান। যদিও নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি। বাবর আজম ব্যক্তিগত ইনিংসের শুরুটা মন্দ করেননি। তবে শেষমেশ দলকে নির্ভরত♚া দিতে ব্যর্থ হয় বাবরের ব্যাট। রিজওয়ানের একক প্রয়াসে পাকিস্তান দেড়শো টপকে লড়াই করার রসদ জোগাড় করে নেয়।
বল হাতে নিউজিল্যান্ডের মেরুদণ☂্ড ভাঙার চেষ্টা করেন ক্যাপ্টেন🥀 আফ্রিদি। তবে তাঁর একক প্রয়াস যথেষ্ট ছিল না পাকিস্তানকে জয় এনে দেওয়ার জন্য। কেননা আর কোনও পাক বোলারকেই প্রভাবশালী দেখায়নি এই ম্যাচে।
ক্রাইস্টচার্চে টস হেরে শুরুতে ব𓆉্যাট করতে নামে পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে। ওপেন করতে নেমে রিজওয়ান ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ব্যক্তিগত ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। ৬৩ বলের ইনিংসে রিজওয়ান ৬টি চার ও𝔍 ২টি ছক্কা মারেন।
বাবর আজম💛 ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। ১৪ বলে ১০ রান করেন ইফতিকার আহমেদ। ৩টি ছক্কার সাহায্যে ৯ বলে ২১ রান করে নট-আউট থাকেন মহম্মদ নওয়াজ। সইম আয়ুব ১, ফখর জামান ৯ ও শাহেবজাদা ফারহান ১ রান করে মাঠ ছাড়েন।
নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৪ ওভারে ২২ রান খরচ করে তুলে নেন ২টি উইকেট। ৪ ওভাಞরে ২৭ রান খরচ করে একজোড়া উইকেট💙 তুলে নেন লকি ফার্গুসন। অ্যাডাম মিলিন ১টি উইকেট পেলেও ৪ ওভারে ৪৯ রান খরচ করেন। উইকেট পাননি টিম সাউদি ও ক্যাপ্টেন মিচেল স্যান্টনার।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যা🃏চ জিতে ৫ ম্যাচের সিরিজে ৪-০ লিড নেয় নিউজিল্যান্ড। কিউয়িরা একসময় ২০ রানে ৩ উইকেট হারিয়ে বসে। ফিন অ্যালেন ৮, টিম সেফার্ত ০ ও উইল ইয়ং ৪ রান করে শাহিন আফ্রিদির শিকার হন।
তবে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ডারিল মিচেল। ফিলিপস ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। মিচেল ৭টি চ𝕴ার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৭২ রান করে নট-আউট থাকেন। শাহিন আফ্রিদি ৪ ওভারে ♋৩৪ রান খরচ করে ৩টি উইকেট নেন। উইকেট পাননি পাকিস্তানের আর কোনও বোলার। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ডারিল মিচেল।