পার্ল রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে ৩৪ বলে ৫৮ রানের আগ্রাসী ইনিংস খেলেন উইল জ্যাকস। যদিও দলকে জেতাতে পারেননি ২🐟৫ বছর বয়সী ব্রিটিশ তারকা। এবার প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে ঠিক পরের ম্যাচেই ধ্বংসাত্মক শতরান করেন জ্যাকস। এবার অবশ্য ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি তাঁর দলের। সুতরাং এটা বলা ভুল হবে না যে, চলতি এসএ ২০-তে দুর্দান্ত ফর্মে রয়েছেন উইল জ্যাকস।
বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে এসএ ২০-র দশম ম্যাচে সম্মুখসমরে নামে প্রিটোরিয়া ক্যাপিটালস ও ডারবানস সুপার জায়ান্টস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ক্যাপিটালস। ও✤পেন করতে নেমে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাকস। তিনি শতরানের গণ্ডি টপকে যান ৮টি চার ও ৯টি ছক্কার সাহায্যে মাত্র ৪১ বলে।
ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে টি-২০ ফর্ম্যাটে দ্বিতীয় দ্রুততম শতরানের নজির গড়েন জ্যাকস। তাঁর থেকে কম বলে টি-২০ সেঞ্চুরি করেছেন কেবল ডেভিড উইলি। তিনি ২০১৫ সালে হোভে নর্দাম্পটনশায়ারের হয়ে ওপেন করতে নেমে সাসেক্সের বিরুদ্ধে টি-২০ ব্লাস🍸্টের ম্যাচে ৪০ বলে শতরান করেন। অর্থাৎ, অল্পের জন্য উইলির রেকর্ড ভাঙা হল না জ্যাকসের।
উইল জ্যাকস শেষ পর্যন্ত ৪২ বলে ১০১ রান করে আউট হন। মূলত তাঁর ধ্বংসাত্মক ইনিংসে ভর করে ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২০৪ রান সংগ্রহ করে। কলিন ইনগ্রাম ২৩ বলে ৪৩ রানের যোগদান রাখেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ১৩ বলে ২৩ রান করেন ফিল সল্ট। তিনি ২টি চার ও ২টিไ ছক্কা মারেন। সুপার জায়ান্টসের রিস টপ🍷লি ৩৪ রানে ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সুপার জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৭ রানে আটকে যায়। ১৭ রানের ব্যবধানে ম্যাচ জেতে ক্যাপিটালস। ম্য়াথিউ ব্রিৎজকে ৩৩, কাইল মায়ের্স ১১, কুইন্টন ডি'কক ২৫, জেজে স্মুটস ২৭, মার্কাস স্ট🐼ইনিস ১৩, কিমো পল ১৮, কেশব মহারাজ ২৫ ও ডোয়েন প্রিটোরিয়াস ১৯ রান করেন।
উইল জ্যাকস ৩ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে ২টি উইকেটও সংগ্রহ করেন। এছাড়া ক্যাপিটালসের হয়ে ২টি করে উইকেট নেন ওয়🌄েন পার্নেল ও হার্ডাস ভিলজোয়েন। নিশাম নেন ১টি উইকেট।