চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ। তারা তাদের গ্রুপ পর্বের প্রথম দু'টি ম্যাচই হেরেছে। দুই দলই ভারত এবং নিউজিল্যান্ড- দুই দলের কাছে ২টি করে ম্যাচ হেরেছে। বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান আর বাংলাদেশ𝔉। সেই ম্যাচ আবার ভেস্তে গেল। বৃষ্টির জন্য। যার জেরে পাকিস্তান আর বাংলাদেশের অন্তত মুখ রক্ষা হল। কারণ এই ম্যাচে কোনও একটি দল হারতই। সব ম্যাচে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের লজ্জার মুখোমুখি হতে হল না পাকিস্তান এবং বাংলাদেশকে।
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ
বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী, দুপুর আড়াইটে থেকে পাকিস্তান-বাংলাদেশের ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে এদিন রাওয়ালপি𒁃ন্ডিতে টানা বৃষ্টির জেরে ম্যাচ শুরু করাই সম্ভব হয়নি। এমন কী খারাপ আবহাওয়ার কারণে টসও হতে পারেনি। পরিস্থিতি খারাপ হতে দেখে ম্যাচ রেফারি বাধ্য হয়ে খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন। ম্যাচ বাতিল হওয়ায় নিয়ম মেনে, উভয় দলকে একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। যদিও এই ম্যাচের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিল দুই দলই। এটাই ছিল দুই দলের গ্রুপ লিগের শেষ ম্যাচ।
আরও পড়ুন: হার্দিক, শামির ওয়ালপেপারে কার ছবি আছে জানেন? শ্রেয়স, জাড্ডুর ফোন লিস্ট♍ে শেষ কল কার?
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির নবম ম্যাচটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে হওয়ার কথা ছিল। বৃষ্টির জেরে তা ভেস্তে গেল। গ্রুপ-‘এ’ ꦕথেকে দুই দল ভারত এবং নিউজিল্যান্ড ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এক ম্যাচ বাকি থাকতেই। ২ মার্চ রোহিত শর্মারা কিউয়িদের মুখোমুখি হবে। এ♈ই ম্যাচ যারা জিতবে, তারা টেবল শীর্ষে শেষ করবে।
পয়েন্ট ভাগাভাগি হল
এদিন পাকিস্তান-বাংলাদেশ ম্যাচটির ফলাফল এমনিতেই পয়েন্ট টেবলে কোনও প্রভাব ফেলত না। এই ম্যাচে যে দলই জিতত, তারা থাকত গ্রুপ-‘এ’-এর পয়েন্ট টেবলের তিন নম্বরে, আর পরাজিত দল থাকত লাস্টবয় হয়ে। তবে ম্যাচটি ভেস্তে যাওয়ার ফলে দুই দলই ১ পয়েন্ট করে পেল। আর রানরেটের বিচারে তিনে শেষ করꦿল বাংলাদেশ। লাস্টবয় হল পাকিস্তান। প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারি এই মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটিও বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল। সেই 🍌ম্যাচেও টস করা সম্ভব হয়নি। এবং দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: Champions Trophy-তে সবচেয়ে নিষ্ঠুর এই ভারতী𝓀য় দল… কেন এমন বললেন বিশ্বকাপজয়ী কোচ
যাইহোক এবার পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক ছিল। অথচ তারা এই টুর্নামেন্টে কোনও ম্যাচই জিততে পারল না। নিঃসন্দেহে এটা পাকিস্তানের জন্য খুবই লজ্জার বিষয়। এমনিতেই নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হারের পর তুমুল সমালোচনা মুখে পড়েছেন মহম্মদ রিজওয়ান, বাবর আজমরা। বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলে ম্যাচ জিতে কিছুটা মান রক্ষা করার সুযোগ ছিল। বৃষ্টি সেই সুযোগও দিল না তাদের। একই কথা প্রযোজ্য বাংলাদেশের ক্ষেত্রেও। তবে পাকিস্তান বা বাংলাদেশের মধ্যে কোনও একটি দল শূন্যতে শেষ করত, বৃষ্টির 🥀কারণে দুই দলই এক, এক করে পয়েন্ট পেল।