ღ Pakistan Cricket Board announced squad: বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সর্বশেষ অস্ট্রেলিয়ার সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ৭ ক্রিকেটের। জানা গিয়েছে চোট ও ফর্মহীনতার কারণেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। প্রায় ১৩ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছেন পেসার নাসিম শাহ। সর্বশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন শান মাসুদ। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের নেতৃত্বভারও মাসুদের কাঁধেই দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সউদ শাকিলকে। দায়িত্ব হারালেও ১৭ সদস্যের দলে আছেন শাহিন আফ্রিদি।
🐬 পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, টেস্ট ক্রিকেটে ব্যস্ত সূচি থাকায় আফ্রিদির ওপর চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সিরিজ থেকে শুরু করে আগামী বছরের ৫ এপ্রিলের মধ্যে ৯টি টেস্ট, ১৪টি টি-টোয়েন্টি ও ১৭টি ওয়ানডে খেলবে পাকিস্তান। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স ও পাকিস্তান শাহিনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেয়েছেন তিন ক্রিকেটার। গত মরশুমে প্রথম শ্রেণিতে ১৪ ম্যাচে ৪৭ উইকেট নেওয়া পেসার মহম্মদ আলি আবার ডাক পেয়েছেন জাতীয় দলে। এছাড়া বিসিবি এইচপি দলের বিরুদ্ধে পারফরম্যান্সের ফলস্বরূপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান কামরান গুলাম ও মহম্মদ হুরাইরা।
আরও পড়ুন… ꦇCocaine Controversy: কোকেন কিনতে গিয়ে প্যারিসে গ্রেফতার অস্ট্রেলিয়ার হকি দলের খেলোয়াড় টম ক্রেগ
🗹 সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকা ১৩ জন আছেন স্কোয়াডে। বাদ পড়েছেন ইমাম উল হক, ফাহিম আশরাফ, সাজিদ আলি, নোমান আলি ও মহম্মদ নেওয়াজ। চোটের কারণে বিবেচনায় আসেননি হাসান আলি ও মহম্মদ ওয়াসিম জুনিয়র। দুই ম্যাচের এ টেস্ট সিরিজের জন্য আগামী ১১ অগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে অনুশীলন ক্যাম্প শুরু করবে পাকিস্তান দল। সেখানে প্রধান কোচ গিলেম্পি ও সহকারী কোচ আজহার মাহমুদের তত্ত্বাবধানে তারা অনুশীলন করবে পাকিস্তান দল। সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে ২১ অগস্ট, রাওয়ালপিন্ডিতে। ৩০ অগস্ট থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে করাচিতে।
আরও পড়ুন… 𝓰Los Angeles Olympics 2028-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন, দেশে ফিরেই জানালেন মনু ভাকের
বাংলাদেশ সিরিজের পাকিস্তান টেস্ট স্কোয়াড:
♚শান মাসুদ (অধিনায়ক), সউদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল (ফিটনেস ঠিক থাকলে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররম শেহজাদ, মির হামজা, মহম্মদ আলি, মহম্মদ হুরাইরা, মহম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, সলমন আলি আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি।