শুভব্রত মুখার্জি:- পাকিস্তানের মাটিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ সিনিয়র ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টটি জিতে তারা ইতিমধ্যেই লিড নিয়ে নিয়েছে। অনবদ্য ১৯১ রান করে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তাদের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম𝓀। আর পঞ্চমদিনে টাইগার বোলারদের দাপটে এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছেন শাকিব আল হাসানরা।
প্রথম টেস্টে হেরে স্বাভাবিকভাবেই হতাশ পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি তাঁর হতাশা গোপনও করেননি। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘হারের জন্য কোন অজুহাত আমি দেব না। তবে প🐷িচ যেভাবে খেলবে আশা করেছিলাম সেইভাবে খেলেনি।’
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দুইদিন যেভাবে পাক ব্যাটাররা ব্যাট করেছিলেন, একবারও দেখে মনে হয়ন🦩ি তারা এই টেস্টে হারতে পারে।বাবর আজম সমৃদ্ধ পাকিস্তান ব্যাটিং পঞ্চমদিনে যেভাবে কার্যত আত্মসমর্পণ করে🍨ছে, তাতে হতবাক সকলেই।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়ে শান মাসুদ জানিয়েছেন, 'আমি কোন অজুহাত দেব না বা দেওয়ার চেষ্টা করব না। তবে এটা বলব পিচ যেমন খেলবে আমরা আশা করেছিলাম, তা একেবারেই হয়নি। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে আবহাওয়া যেরকম থাকবে টেস্টের সময় আশা করেছিলাম সেই রকম ছিল না। প্রথম টেস্ট শুরুর আগে টানা ৮-৯ দিন ধরে বৃষ্টি হয়েছিল। প্রথমে পিচ দেখে আমরা যেভাবে এই পিচ আচরণ করবে ভেবেছিলাম, একেবারেই তা কর💛েনি। ফলে আমাদের পরিকল্পনা একেবারেই কাজে আসেনি।'
তিনি আরও যোগ করেন, ‘আমরা আশা করেছিলাম তিনজন পেসার সমৃদ্ধ বাংলাদেশ বোলিং অ্যাটাককে আমাদের ব্যাটাররা চেপে ধরতে পারবে। দিনের শেষে আ🃏মাদের সেটা সবথেকে বড় ভুল হয়েছিল। প্রথম ইনিংসে ডিক্লেয়ার করার বিষয়টি যদি আমি বলি তাহলে বলব আমরা খেলাটাক🦩ে পুশ করতে চেয়েছিলাম। পাশাপাশি বল হাতে এবং ফিল্ডিং করার সময়ে আমরা ভালো করতে পারিনি। ফলে বাংলাদেশকে আটকে রাখতে পারিনি। একটি মিসকনসেপশন হয়েছে আমাদের।’
পাক দলনায়ক শেষে যোগ করেন, 'পাশাপাশি যখন কেউ ড্রয়ের জন্য খেলে তখন অনেক কিছুই ঘটতে পারে। কারণ চাপের মধ্যে অ⛄নেক কিছু পরিকল্পনা মাফিক হয় না। অনেক ভুল হয়েছে আমাদের খেলাতে। পরবর্তীতে আমরা যখন খেলব, তখন আমাদের আরও উন্নতি করতে হবে। একজন স্পিনারের জায়গা দলে সবসময় থাকে। আমরা আমির জামালকে হারিয়েছে। ও ব্যাট এবং বল হাতে বেশ ভালো পারফরর্মার। সিডনিতে সাজিদ খান খেলেছিল আমাদের চার পেসারের সঙ্গে। সেটা ওখানে কাজে আসেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রের পিচ তৈরি করা হয়েছে। আমাদের কাছে এটা দারুণ একটা শিক্ষা যে কখন কিরকম পিচ আমরা আশা করতে পারি। গুরুত্বপূর্ণ বিষয় যেটা হল পরিবেশ পরিস্থিতি বোঝা এবং এরকম ভুল যাতে না হয় তা খেয়াল রাখা।'