মহাতারকা ভাবমূর্তির তিন ক্রিকেটারকে ছেঁটে ফেলে পাকিস্তান ক্রিকেটের উত্থান শুরু মুলতানে। বাংলাদেশ ও ইংল্যান্ডের হাতে শেষ তিনটি টেস্টে যেভাবে লাঞ্ছিত হতে হয় পꦬাকিস্তানকে, তাতে বলাই যায় যে, ছাই থেকে ফিনিক্সের মতো মাথা তুলে দাঁড়ালেন শান মাসুদরা। কার্যত আনকোরা দল নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দাপুটে জয় তুলে নেয় পাকিস্তান।
মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে এক ইনিংস ও ৪৭ রানের🦋 বিশাল ব্যবধানে হারতে হয় পাকিস্তানকে। তারা বাবর আজম, শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নাম꧒ে। সেই মুলতানেই দ্বিতীয় টেস্টে ব্রিটিশদের ১৫২ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় পাকিস্তান।
মুলতানের দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ২৯৭ রানের টার্গেট ঝুলিয়ে দেয় পাকিস্তান। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যা🌼ন্ড তৃতীয় দিনের খেলা শেষ করে ২ উইকেটে ৩৬ রান তুলে। চতুর্থ দিনে তার পর থেকে খেলতে নে🅰মে ইংল্যান্ড তাদের শেষ ইনিংসে অল-আউট হয় ১৪৪ রানে।
বেন স্টোকস ৩৭, ওলি পোপ ২২, জো রুট ১৮, হ্যারি ব্রুক ১৬, জেমি স্মিথ ৬, জ্যাক ক্রলি ৩, ব্রাইডন কার্স ২৭ ও ম্যাথিউ পটস ৯ রান করেন। খাতা খুলতে পারেননি প্রথম ইনিংসে শতরান করা বেন ডাকেট। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের বিꦫনিময়ে ৮ উই🐈কেট নেন নোমান আলি। ৯৩ রানে ২টি উইকেট নেন সাজিদ খান।
উল্লেখ্য, মুলতানের দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। অভিষেককারী কামরান গুলামের শতরানে (১১৮) ভর করে পাকিস্তান প্রথম ইনিংসে ৩৬৬ রান তোলে। ইং🔥ল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন জ্ꩲযাক লিচ।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯১ রানে। ১১৪ রান করেন বেন ডাকেট। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে একাই ৭টি উইকেট নেন সাজিদ 🅷খান। ৩ উইকেট নেন নোমান আলি। প্রথম ইনিংসের নিরিখে ৭৫ রানের ব💮ড়সড় লিড পেয়ে যায় পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে ব্য🔜াট করতে নেমে পাকিস্তান অল-আউট হয় ২২১ রানে। আঘা সলমন করে🍷ন ৬৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৪টি উইকেট নেন শোয়েব বশির। ৩টি উইকেট নেন জ্যাক লিচ।
সুতরাং, পাকিস্তানের হয়ে এই টেস্টের দুই ইনিংস মিলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিয়ে মোট ১১টি উইকেট নেন নোমান আলি। দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট দখল করেন সাজিদ খান।