রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে খেলায় ফেরালেন পেসার খুররাম শেহজাদ। বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে কোনঠাসা অবস্থায় থাকার পর তৃতীয় দিন💦ের শুরুতেই চমক দেখান পাকিস্তানের পেসার খুররাম শেহজাদ। শাহিন আফ্রিদিকে বাদ দিয়ে, নাসিম শাহকে বিশ্রাম দিয়েও যে পাক শিবির কোনও ভুল๊ করেনি সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন এই জোরে বোলার।
তাঁর দুরন্ত স্পেলের সামনেই কার্যত ধরাশায়ী অবস্থা হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপের। পরপর উইকেট হারিয়ে দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে বাংলাদেশ দল। যদিও সেখান থেকে দলের অবধারিত পতন রক্ষা করে লড়াই দেন মেহেদি হাসা💦ন মিরাজ এবং উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। এই দুই ক্রিকেটারের লড়াইয়ের সৌজন্যেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ দলও।
আরও পড়ুন-IPL 2025-ইমপ্যাক্ট প্লেয়ার রুলের বিরোধিতায় 🍸রোহিতের পাশে জন্টি! চাইলেন বেশি রিটেনশন কার্ড…
রাওয়ালপ🐟িন্ডি টেস্টে তৃতীয় দিনের শুরুতেই বল হাতে চমক দেখান পাকিস্তানের পঞ্জাব প্রদেশ থেকে উঠে আসা ২৪ বছর বয়সী পেসার খুররাম শেহজাদ। পাঁচ বলে তিনটি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ত্রাসের স⛦ঞ্চার ঘটান খুররাম। একটা সময় মাত্র ২৬ রানের মধ্যেই ৬ উইকেট পরে যায় বাংলাদেশের। সেখান থেকেই লড়াইয়ে ফেরান লিটন এবং মেহেদি।
আরও পড়ুন-ভিডিয়ো- লোপ্পা ক্যাচ মিস শাকিলের!অবাক অধি💮নায়ক মাসুদ! মুখে হাত দিয়ে হেসে ফেললেন আম্পা🌺য়ারও…
দিনের শুরুতে ২৭৪ রানের পুঁজি নিয়ে লড়াই শুরু করে পাকিস্তান। সেখানে ষষ্ঠ ওভারের শেষ বলে জাকির হাসানকে ১ রানের মাথায় সাজঘরে ফেরান খুররাম। এরপর অষ্টম ওভারে📖 বল করতে এসে প্রথম বলেই শাদমান ইসলামকে বোল্ড আউট করেন শেহজাদ। একই ওভারের চতুর্থ বলে আসে অধিনায়কের উইকেট। এক্ষেত্রেও নাজমুল হোসেন শান্তকে বোল্ড আউট করেন এই পেসার। এখানেই অবশ্য থেমে থাকেননি তিনি। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের সমস্ত নির্ভরযোগ্য নামই এদিনের খেলায় তাঁরই শিকার বলা চলে।
আরও পড়ুন-পিছিয়ে ৩৫৪৪ রﷺানে! সচিনের রেকর্ড ভাঙতে পারবেন? ECB-র প্রশ্নের মুখে কি উত্তর দিলেন রুট?
বাংলাদেশ দলকে নির্ভরতা দেওয়া অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকꩲে ৭৮ রানের মাথায় কট অ্যান্ড বোল্ড আউট করে সাজঘরে ফেরান সেই খুররামই। তিনিই লিটনের সঙ্গে মেহেদির জুটি ভাঙেন। সেই সুবাদেই পাকিস্তন লড়াইয়ে ফেরে। শাকিবের উইকেটও নেন তিনি। সিরিজে হার বাঁচাতে গেলে এই টেস্টে জিততেই হবে পাকিস্তানকে। অন্তত প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা সামলে কিছুটা ভালো জায়গায় থাকায় ম্যাচ জিতে সিরিজ ড্র করে সম্মানরক্ষা করার সম্ভাবনা দেখছে শান মাসুদের পাকিস্তান।