আইপিএলে ফের রিইউনিয়ন হল শ্রেয়স আইয়ার এবং রিকি পন্টিংয়ের। অতীতে দুই ক্রিকেটারই একসঙ্গে কাজ করেছেন দিল্লি ক্যাপিটালস দলে। রিকি পন্টিং ছিলেন মেন্টরের দায়িত্বে, আর শ্রেয়স আইয়ার তখন ছিলেন অধিনায়ক। ফলে রিকি সঙ্গে তাঁর যুগলবন্দী বেশ ভালো। ২০২০ সালে আইপিএলের ফাইনালেও দলকে তুলেছিলেন শ্রেয়স, যদিও 🍃জেতা হয়নি।
কোচ অধিনায়কের রিইউনিয়ন-
২০২৫ সালে ফের কোচ-অধিনায়কের রিইউনিয়নের সাক্ষী থাকল আইপিএল। অস্ট্রেলিয়ান কোচ রিকি পন্টিংকে আগেই দল💖ে নিয়েছিলেন পঞ্জাব কিংস কর্তৃপক্ষ। এবার তাঁরা দলে নিল রিকি পন্টিংয়ের কোচিংয়ে অতীতে খেলা শ্রেয়স আইয়ারকে। বিপুল ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে দলে নিল পঞ্জাব কিংস দল।
আরও পড়🗹ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দা𒁏স মেজাজে বিরাট
পন্টিংয়েক ফোন তোলেননি শ্রেয়স-
পন্টিং জানিয়েছেন, অধি𒊎নায়কত্ব নিয়ে এখনই শ্রেয়স আইয়ারের সঙ্গে কোনওরকম কথা হয়নি তাঁর। নিলামের আগেই অস্ট্রেলিয়ান কোচ একবার ফোনও করেছিলেন শ্রেয়সকে। যদিও তিনি ফোন ধরেননি। পন্টিং বলছেন, শ্রেয়স এক𓃲জন সফল অধিনায়ক আইপিএলের। আমির ওর সঙ্গে আবার কাজ করতে পেরে যথেষ্টই উচ্চসিত।
আরও পড়ুন-ICC 📖চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে 𝓀জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
নতুন ফ্র্যাঞ্চাইজিকে ধন্য শ্রেয়সের
পঞ্জাব কিংসে যোগদানের পরই একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন শ্রেয়স আইয়ার। সেখানে তিনি নতুন ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানান। সঙ্গে জানান তিনি পঞ্জাব কিংসে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।🥂 অতীতে দিল্লি ক্যাপিটলসকে ফাইনালে তোলার পর কেকেআরকেও ফাইনালে তোলার এবং চ্যাম্পিয়ন করার কৃতিত্ব রয়েছে শ্রেয়স আইয়ারের।
Video- বিরাট কোহলির ছ𒁃য়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা ক🧜রলেন কোহলি…
অধিনায়কত্ব করতে পারেন শ্রেয়স
ফ꧂লে এমনꩲ এক সফল অধিনায়ককে যে কোনও দলই যে নিতে চাইবে তা জানা কথাই ছিল। তাই তাঁকে নিয়ে দড়ি টানাটানিও চলে ব্যাপক। কিন্তু শেষ পর্যন্ত পঞ্জাব তাঁকে দলে নিল। কেন তিনি আইপিএলের নিলামে আগে নিজেকে কেকেআরে রিটেন না করিয়ে নিলামে গেছিলেন, সেটাই বোঝা গেল রবিবারের নিলামে।