আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান। তবে ইতিমধ্যেই বিশ্বকাপ জিতলে ক্রিকেটারদের কত টাকা পুরস্ক🐎ার দেওয়া হবে, সেটা জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডಞ। রবিবার পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান পিসিবি প্রধান মহসিন নাকভি। তিনিই বাবরদের উদ্দীপ্ত করতে আগাম পুরস্কারের কথা ঘোষণা করেন।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে দ্বি-পাক্ষিক টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। ২টি সিরিজের জন্য অভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফর শেষ করেই পাকিস্তান দল বিশ্বকাপ খেলতে🍰 আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। আয়ারল্যান্ডে উড়ে যাওয়ার আগে সহকারী কোচ আজℱহার মাহমুদের নজরদারিতে প্রস্তুতি শিবির সারেন বাবর আজমরা।
রবিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পিসিবি প্রধান মহসিন দেখা করেন ক্রিকেটারদের সঙ্গে। তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রান ♈পূর্ণ করার জন্য মহম্মদ রিজওয়ানের হাতে স্মারক জার্সি তুলে দেন। স্মারক জার্সি দেন নাসিম শাহকেও। কেননা তিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন।
ক্রিকেটারদের সঙ্গে ঘণ্টা দু'য়েক সময় কাটান মহসিন। তিনি স্থানীয় হোটেলে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের লাঞ্চ করান। তারই ফাঁকে তিনি জানিয়ে দেন যে, পাকিস্তান টি-২০ বিশ্বকাপ জিতলে প্রত্যেক ক্রিকেটারকে ১ লক্ষ মার্কিন ডলার করে পুর✤স্কার দেওয়া হবে। যার অর্থ, বাবররা বিশ্বচ্যাম্পিয়ন হলে ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ লক্ষ টাকা করে পকেটে ঢুকবে তাঁদের।
উল্লেখ্য, ২০২🔯৩ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বিসিসিআই গোটা দলকে ৫ কোটি টাকা পুরস্কার দেয়। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য যশ ধুলদের প্রত্যেককে ৪০ লক্ষ টাকা করে পুরস্কার দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জয়ের জন্য মহেন্দ্র সিং ধোনিদের প্রত্যেককে ২ কোটি টাকা করে পুরস্কার দেয় বিসিসিআই। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের জন্য ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছিল ভারতীয় বোর্ড।
পাকিস্তান আগামী ১০ মে থেকে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। সিরিজের পরবর্তী ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২ ও ১৪🦩 মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ডাবলিনে। পরে ২২ মে থেকে ৩০ মে পর্যন্ত ই♑ংল্যান্ড সফরে ব্যস্ত থাকবেন বাবর আজমরা। সেখানে ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। চারটি ম্যাচ খেলা হবে যথাক্রমে লিডস (২২ মে), বার্মিংহ্যাম (২৫ মে), কার্ডিফ (২৮ মে) ও দ্য ওভালে (৩০ মে)।