কেনিংস্টন ওভাল বার্বাদোজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি২০ ম্যাাচে হেলায় হারাল ইংল্যান্ড দল। ♏পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ১-০তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। এই ম্যাচেই ইংল্যান্ডের জার্সিতে এক বড় রেকর্ড🌌 করলেন ওপেনার ফিল সল্ট। শতরান করার পাশাপাশি এমন নজির তিনি গড়লেন, যা এর আগে কোনও ক্রিকেটারই এই ফরম্যাটে করতে পারেননি।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন♌ প🌳ন্টিং
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দুরমুশ করলেন সল্ট-
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সঠিক সময়ই জ্বলে উঠলেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। এমনিতে এই বছরে বেশ কয়েকটি ভালোই ইনিংসই তিনি খেলেছেন টি২০ ফরম্যাটে। এই ফরম্যাটে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সফল ✅ব্যাটারদের মধ🍬্যেই পড়েন তিনি। এবার ৫৪ বলে ১০৩ রানের ইনিংস খেলে নজর কাড়লেন ইংরেজ ওপেনার। দলও হারাল উইন্ডিজকে।
এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিজের তৃতীয় টি২০ শতরান সল্টের-
টি২০ ফরম্যাটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একই প্রতিপক্ষের বিরুদ্ধে তিনটি শতরানের নজির গড়লেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। এর আগে ১৬ই ডিসেম্বর ২০২৩ এ সেন্ট জর্জে ৫৬ বলে ১০৯ রান করেছিলেন ফিল সল্ট। এছাড়া গত বছর ১৯ ডিসেম্বর ৫৭ বলে ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলেꦿছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারৌবায়।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক 🍒করা গল্প বললে꧙ন পাক ক্রিকেটার!
৫৪ বলে সল্ট করলেন ১০৩ রান-
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার টি২০তে নিজের তৃতীয় শতরান করে ফেললেন সল্ট। সেই সুবাদে দলও জিতব ৮ উইকেটে। ৫৪ বলে ১০৩ রানের ইনিংসে সল্টের স্ট্রাইক রেট ছিল ১৯০.৭৪। নিজের ঝকঝকে ইনিংসে মারেন ৯টি চার এবং ছ🤪য়টি ছয়। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৫ বলেই 🌟জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংরেজ শিবির। জেকব বেথেলও করেন ৩৬ বলে ৫৮ রান।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে 🐷চরম বার্তা পাকিস্তানের🐈…
সঞ্জুকে টপকালেন, এবার সামনে তিন তারকা-
সঞ্জু স্যামসন কদিন আগেই দঃ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে টি২০ ফরম্যাটে নিজের দ্বিতীয় শতরান করেছিলেন। সল্ট এদিন তাঁকেই শতরানের নিরিখে টপকে গেছেন। এখন সল্টের সামনে রয়েছে চারটি শতরান করা ভা🀅রতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এছাড়াও পাঁচটি করে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে শতরান রয়েছে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতীয় টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার।
এটা আমার কাছে অত্যন্ত আনন্দের-
ম্যাচের পর ফিল সল্ট বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমি আজকে অত্যন্♓ত খুশি। এমন উইকেটে হাত খুলে খেলা। অফ সাইডেও অনেকগুলো শট খেলেছি। সবসময়ই চেষ্টা করেছি ট্রেনিংয়ের সময় নিজের সেরাটা দিতে। বেথেলও আজকে খুব ভালো খেলেছে, দেখে মনেই হবে না যে ওর বয়স মাত্র ২১ বছর। এই ধরণের উইকেটে একদিনের ফরম্যা𝓀টে খেলার পর দ্রুত টি২০তে মানিয়ে নেওয়া যথেষ্টই কঠিন কাজ ’।
আইপিএলে বড় টাকা পাবেন সল্ট-
টি২০তে এই শতরান এমন🍌 সময় ফিল সল্ট করলেন, যার কিছুদিন পরেই রয়েছে আইপিএলের নিলাম। কলকাতা নাইট রাইডার্স যেহেতু তাঁকে ছেড়ে দিয়েছে, ফলে সল্টকে এবারে দলে নিতে যে বিপুল অর্থই ব্যয় করতে হবে তাঁদের সেকথা বলাই ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবাহুল্য। কারণ সল্টের এমন বিধ্বংসীয় ইনিংসের পর আইপিএলের বহু ফ্র্যাঞ্চাইজিই টাকার থলি নিয়ে অপেক্ষা করবে ইংরেজ ওপেনারকে পেতে।