পৃথ্বী শ'র প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে অন্তত আরও এক মাস সময় লাগতে পারে। এবং তার জন্য তাঁকে অনের বেশি মাত্রার ড্রিল এবং কঠোর অনুশীলন করতে হবে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সূত্রের মতে, হাঁটুর লিগামেন্টের চোটের কারণে গত বছরের অগস্ট থেকে খেলার বাইরে রয়েছেন পৃথ্বী শ' (২৪)। আগামী তিন সপ্তাহ তাঁকে আরও বেশি করে ওয়ার্কলোড বাড়াতে হবে তাঁর। দেখতে হবে, তাঁর হাঁটু বাড়তি চাপ সহ্য করতে পারে কিনা! এর উপরেই নির্ভর করবে তাঁর ২২ গজে ফেরা। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার ছাড়পত্র দেওয়ার আগে তাঁকে কয়েকটি খেলাও খেলতে হবে।বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাবের মধ্যে দিয়ে গিয়েছেন পৃথ্বী শ'। সেখানে তিনি বেশ ভালো ভাবে ব্যাটিং এবং ফিল্ডিং অনুশীলনে ভালো পারফর্ম করেছেন বলে মনে করা হচ্ছে। যাইহোক তিনি এর পর কতটা ভা বহন করতে পারে, তার উপরেই নির্ভর করবে সব কিছু।তাঁর প্রত্যাবর্তনের একটি সম্ভাব্য বাস্তবসম্মত মঞ্চ হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) মূল্যায়ন করবে যে, তরুণ ওপেনার রঞ্জি ট্রফির নকআউটের জন্য উপলব্ধ হবে কিনা। মুম্বই রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত দু'টি ম্যাচ খেলে দু'টিতেই জয় পেয়েছে। তৃতীয় ম্যাচ এখন তারা কেরালার বিরুদ্ধে খেলছে। পৃথ্বী শ' জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট, ছ'টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন, তবে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল দুই বছরেরও বেশি সময় আগে। তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন।এদিকে, শুক্রবার তিরুবনন্তপুরমে শুরু হওয়া কেরালার বিরুদ্ধে মুম্বই তৃতীয় রঞ্জি ম্যাচ খেলছে। তবে এই ম্যাচে শেষ পর্যন্ত খেলতে পারেননি শার্দুল ঠাকুর। শার্দুল প্রাথমিক ভাবে এই গেমের জন্য উপলব্ধ থাকবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু জানা গিয়েছে যে, হাঁটুর সমস্যার কারণে এনসিএ তাঁকে ছাড়পত্র দেয়নি।লন্ডনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন শামিএটাও জানা গিয়েছে যে, বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে থাকা মহম্মদ শামি বিশেষজ্ঞের পরামর্শ নিতে লন্ডনে চলে যেতে পারেন। ভারতীয় পেসার শীঘ্রই লন্ডনে চলে যেতে পারেন এবং এনসিএ স্পোর্টস সায়েন্স প্রধান নীতিন প্যাটেল তাঁর সঙ্গে থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে কবে তাঁরা যাবেন, সেই সম্পর্কে সঠিক ভাবে কিছু জানা যায়নি। যা খবর তাতে জানা গিয়েছে, তাঁরা শীঘ্রই লন্ডনে উড়ে যাবেন।