শুভব্রত মুখার্জি: পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলের অন্যতম সফল এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কোয়েট্টা ꦑগ্ল্যাডিয়েটর্স। সেই কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। এতদিন দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মইন খান। তিনি দীর্ঘ আট বছর ধরে দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আগামী বছর থেকে দলের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। তাঁর জায়গাতেই দায়িত্ব নেবেন শেন ওয়াটসন।
২০২৪ সালের আগেই পিএসএলের ফ্র্যাঞ্চাইজি কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স দলের হেড 🎶কোচের দায়িত্ব নেবেন শেন ওয়াটসন। যা জানা যাচ্ছে তাতে করে ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারের মধ্যে চূড়ান্ত চুক্তি হয়ে গিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই এই চুক্তির বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজি মারফত। পিএসএলের অন্যতম সফলতম ফ্র্যাঞ্চাইজি কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। পরপর চার বছর তারা পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলের প্লে অফ পর্যায়ে গিয়েছে তারা।এবার তারা দলে আমূল পরিবর্তন করার চেষ্টা করছে। তারা কো🅘চিং স্টাফেও বড়সড় বদল ঘটানোর পরিকল্পনা করেছে।
কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স দল প্রথম চার মরশুমের মধ্যে তিন মরশুমেই ফাইনালে পৌঁছে ছিল।তবে পরবর্তী সময়ে তারা তাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ২০১৯ সালে তারা পিএসএলের খেতাব ও জিতেছে। শেন ওয়াটসন ক্রিকেটার হিসেবে দুই বছর ইসলামাবাদ ইউনাইটেডে কাটেন। এরপর ২০১৮ সালে তিনি কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স দলে যোগদান করেন। ২০২০ পর্যন্ত তিনি ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার তিনি। ২০১৯ সালে যেবার ক🦩োয়েট্টা গ্ল্যাডিয়েটর্স খেতাব জিতেছিল সেবার তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ও ছিলেন। সেবার তিনি ১৪৩.৮১ স্ট্রাইক রেটে করেছিলেন ৪৩০ রান। তবে শেষ চার বছরে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের সময় ভালো যায়নি। যদি ও তারা দলে খুব ব⛦েশি পরিবর্তন করেনি। অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের উপরেই আস্থা রেখেছে তারা। এবার হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন শেন ওয়াটসন।