চলতি রঞ্জি ট্রফিতে এ🌱খনও জয়ের দেখায় পায়নি বাংলা। এই মুহূর্তে তারা খেলছে ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলছে। যদিও আলোর অবস্থা ভালো না হওয়ার জেরে বন্ধ রয়েছে তৃতীয় দিনের খেলা। তবে বাংলার এই পাহাড় সমান রানের পিছনে একটা বড় হাত রয়েছে তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েলের। ২১৯ বল খেলে তিনি করেন ১১৪ রান। এই শতরানটি ছিল ঘরোয়া ক্রিকেটে তাঁর প্রথম শতরান। দ্বিতীয় 🥀দিনের খেলা শেষ হওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং জানান কিভাবে তিনি নিজের প্রথম শতরান পেতে সফল হয়েছেন। তরুণ ক্রিকেটারের বক্তব্য যে প্রথমদিনের খেলার শেষে শর্ট বলে ক্যাচ তুলে দেওয়ার জন্য তিনি ধমক খান কোচের থেকে।
এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেন, 'প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে শর্ট বল এসেছিল যেটাতে আমি খোঁচা লাগিয়েছিলাম। আমার ভাগ্য ভালো সেই ক্যাচটি মিস হয়েছিল, না হলে এই সেঞ্চুরি করতে সফল হতাম না। এরপরই লক্ষ্মী দা আমাকে বোঝায় টেস্ট ক্রিকেটে কিভাবে শর্ট বলের মুখোমুখি হতে হয়। উনি বোঝেন𓆉 যে বহু ক্ষেত্রে শর্ট বল ছেড়ে দেওয়া উচিত। শনিবার সবার আসার এক ঘন্টা আগে আমি মাঠে চলে এসেছিলাম। আসার পরই এক ঘণ্টা ধরে উনি আমায় শর্ট বল খেলা প্র্যাকটিস করায়। কি করে শর্ট বল ছাড়বো সেটাই আমি বেশি করে প্র্যাকটিস করি। সত্যি বলতে গেলে সেটাই অনেক কাজে দিয়েছে। যখন আমি সত্তরের ঘরে পৌছাই তখন আমি কিছুক্ষণের জন্য আটকে গিয়েছিলাম। সমস্যা হচ্ছিল বেশ রান করতে। তবে অবশেষে সেই গণ্ডিটা পেরোতে পেরে আমি খুশি হয়েছি।'
পাশাপাশি, অভিষেক আরও জানালেন তাঁকে কি পরামর্শ দিয়েছেন টিম ইন্ডিয়া প্রাক্তন 𝕴অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'সৌরভ স্যার আমায় বারবার একটাই কথা বলতেন যে যতটা সম্ভব ক্রিজে সময় কাটানো উচিত। এতে বিপক্ষ দলের বোলিং বুঝতে সুবিধা হয় এবং পরের দিকে রান করাও সহজ হয়ে ওঠে। বিশেষ করে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে উনি আমায় বলেছেন কম করে ২০০ বল খেলতে। সেটাই আজকের ম্যাচে আমি মেনে চলার চেষ্টা করেছি। আসলে আমি আজকে ক্রিজে টিকে থাকতে চেয়েছিলাম। আমি ভালো করেই জানতাম যদি হাতে উইকেট থাকে তাহলে রান করা খুব একটা চাপের হবে না।'