কোয়েম্বাটোরে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রকে একেবারে ল্যাজেগোবরে করে ছাড়লেন সাই কিশোর। তাঁর দাপটে সৌরাষ্ট্র মাত্র ১৮৩ রানে অল আউট হয়ে যায়। তামিলনাড়ুর অধিনায়ক আর সাই কিশোর বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেন। তিনি ৩২.১ ওভার বল করে ৬৬ রান দিয়ে একাই ৫ উইকেট নিয়েꦡ তুলে নেন। আর সেই সঙ্গে ২৭ বছর বয়সী গুজরাট টাইটান্সের স্পি♔নার এই মরশুমে মোট ৪৩টি উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন।
শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। তবে ৬১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তামিলনাড়ু। ওপেন করতে নেমে কেভিন জীবরাজানি শূন্যতেই সাজঘরে ফেরেন। তামিলনাড়ুর সন্দীপ ওয়ারিয়ার প্রথম ধাক্কাটি দেন। এর পর আর এক ওপেনার হারভিক দেশাইয়ের সঙ্গে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন শেলডন জ্যাকসন। কিন্তু তিনি ২২ꦬ করে 🅰সাই কিশোরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এর পর চারে ব্যাট করতে নেমে চেতেশ্বর পূজারা এসেও নিরাশ করেন। মাত্র ২ রান করে অজিত রামের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে আউট হন পূজারা।
আরও পড়ুন: বুমরাহের কোন টিপস কাজে লাগিয়ে বাজিমাত? ♈সফল অভিষেকের পর খোলসা করলেন আকাশ দীপ
অর্পিত ভাসাভাদা চতুর্থ উইকেটে হারভিককে সঙ্গেত করে চেষ্টা করলেও, শেষ রক𒁏্ষা হয়নি। ২৫ করে অজিত রামের বলে আউট হন তিনি। প্রেরক মানকড় ছয়ে নেমে হাল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু ৮৩ করে অজিত রামের বলে আউট হয়ে যান হারভিক। এর পরে আর উইকেটে কেউই টিকতে পারেননি। ৩৫ করে অপরাজিত থাকেন প্রেরক। ৭৭.১ ওভারে মাত্র ১৮৩ করে অল আউট হয়ে য𒉰ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শেলডন জ্যাকসন ছাড়াও, ধর্মেন্দ্রসিং জাদেজা, চিরাগ জানি, অধিনায়ক জয়দেব উনাদকাট এবং যুবরাজসিং দোদিয়াকে আউট করে꧃ 🐭সাই কিশোর মোট পাঁচ উইকেট তুলে নেন। এছাড়া তামিলনাড়ুর হয়ে ৩ উইকেট নেন অজিত রাম। ২ উইকেট নেন সন্দীপ ওয়ারিয়র।
জবাবে ব্যাট করতে নেমে তামিলনাড়ুর শুরুটাও ছিল নড়বড়ে। ৯ রানে✤র মধ্যে তারা প্রথম উইকেট হারায়। ৫ রান করে স🦩াজঘরে ফেরেন বিমল কুমার। সাই কিশোর নাইট-ওয়াচম্যান হিসেবে তিনে ব্যাট করতে নামেন এবং আর এক ওপেনার নারায়ণ জগদীশানের সঙ্গে তিনি দিনের শেষে অপরাজিত রয়েছেন। তামিলনাড়ুর ইনিংসের ১০ ওভার খেলা হয়েছে। তাদের সংগ্রহ ২৩ রান। সৌরাষ্ট্র আপাতত ১৬০ রানে এগিয়ে। জগদীশান ১২ এবং সাই কিশোর ৬ করে ক্রিজে রয়েছেন। সৌরাষ্ট্রের হয়ে একমাত্র উইকেট নিয়েছেন চিরাগ জনি।