মহেন্দ্র সিং ধোনি যে খেলোয়াড়ের হাত ধরেছেন, তিনিই নিজেকে প্রমাণ করেছেন খাঁটি সোনা হিসেবে। এই তালিকাটা নেহাৎ ছোট নয়। অনেক লম্বা। এবার এই তালিকায় নতুন নাম যোগ হল শিবম দুবের। শিবম টিম ইন্ডিয়াতে ফিরে আসার পর থেকে, নিজের পারফরম্যান্স দিয়ে ক্রমাগত সকলের মন জয়♊ করে চলেছেন।
শিবম, যিনি সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি সিরিজে টানা দু'টি হাফ সেঞ্চুরি করে টিম ইন্ডিয়াকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন, এখন রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে ত্রাতা হয়ে উঠেছেন। মুম্বইয়ের হয়ে খেলা শিবম উত্তরপ্রদেশের বিরুদ্ধে দ🍸ুরন্ত সেঞ্চুরি করে দলকে ভরাডুবির হাত থেকে কিছুটা হলেও রক্﷽ষা করেছে। ১১০ বলে তিনি তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন।
মুম্বই ৬ উইকেট হারানোর পরে সেঞ্চুরি করেন শিবম
শিবম এমন সময়ে মুম্বইয়ের হয়ে এই ইনিংসটি খেলেছেন, যখন দল উত্তরপ্রদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল এবং ১২৬ রানে তারা পিছিয়ে ছিল। ভুবনেশ্বর কুমার এবং অঙ্কিত রাজপুতের মতো ꧅বোলারদের বিরুদ্ধে শিবম দুরন্ত ছন্দে ব্যাট করতে শুরু করেন। এবং ১১০ বলে তিনি শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিনি ১৩০ বলে ১১৭ রান করে করণ শর্মার বলে বোল্ড হন। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার এবং ৭টি ছক্কা।
আরও পড়ুন: জাদেজা কি আদৌ আউট ছিলেন? ডিআরღএস সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন, ক্ষোভ উগরাল নেটপাড়া
শিবম দুবে মুম্বইয়ের ত্রাতা হয়ে উঠেছেন
সপ্তম উইকেটে স্পিনার শামস মুলানিকে সঙ্গী করে শিবম ১৭৩ রান যোগ করেন। অক্সিজেন দেন মুম্বইকে। শিবম যদি হাল না ধরতেন, তবে মুম্বইকে হয়তো ইনিংসে হারতে হত। শিবমকে সঙ্গত করে শামস মুলানি ১৫৯ বলে ৬৩ রান করেছ🤪েন। যার ফলে মুম্বই রবিবার তৃতীয় দিনের শেষে ১৭৭ রানে এগিয়ে রয়েছে। ৮ উইকেট হারিয়ে তারা ৩০৮ রান করে ফেলেছে। দিনের শেষে ক্রিজে রয়েছেন মোহিত অবস্তি (৩৮ রান) এবং সিলভেস্টার ডি'সুজা (২ রান)। নিঃসন্দেহে ফের মুম্বইকে লড়াইয়ে ফিরিয়ে দিয়েছেন শিবম দুবে।
রঞ্জি ট্রফিতে ব্যাট-বলে দুরন্ত ছন্দে শিবম
এই ম্যাচে বল হাতেও দুরন্ত পারফরম্যান্স করেছেন শিবম দুবে। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তিনি। প্রিয়ম গর্গ এবং করণ শর্☂মাকে বোল্ড করেছিলেন তিনি। আর সমর্থ সিং দুবের বলে ক্যাচ আউট হন। এর আগে, কেরালার বিপক্ষে ম্যাচেও শিবম প্রথম ইনিংসে ৫১ রান করেছিলেন এবং ১ উইকেট নিয়েছিলেন।