শুভব্রত মুখার্জি:- টি-২০ বিশ্বকাপের শেষ হয়ে যাওয়ার পরেই জিম্বাবোয়ে সফরে গিয়েছে ভারতীয় দ🌺ল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের কোনও সদস্য প্রথম দুটি টি-২০'তে খেলেননি। তৃতীয় টি-২০'তে কয়েকজন ফিরেছেন ভারতীয় দলে। সিরিজের শুরুটা ভারতের ভালো হয়নি। প্রথম ম্যাচ তারা হেরে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতে তারা কামব্যাক করে সিরিজে। বুধবার তৃতীয় টি-২০ ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আর লড়াইয়ের পরে ২৩ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত।
ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাদের স্পিনার রবি বিষ্ণোই। ম্যাচে একটি অনবদ্য ক্যাচ ধরে ম্যাচের রঙ বদলে দেন র꧅বি বিষ্ণোই। পয়েন্ট অঞ্চলে জন্টি রোডসের ভঙ্গিমায় মাটি থেকে অনেকটা উপরে লাফিয়ে উঠে বলকে তালুবন্দি করেন তিনি।
ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। ভারতের বিরুদ্ধে যখন রান তাড়া করছিল জিম্বাবোয়ে দল, সেই সময়েই ঘটে ঘটনাটি। জিম্বাবোয়ের ইনিংসের চতুর্থ ওভারে ঘটে ঘটনাটি। বল করছিলেন ভারতীয় পেসার আবেশ খান। তাঁর বলে পয়েন্ট অঞ্চল দিয়ে একটি চার হাঁকানোর চেষ্টা করেন ব্রায়ান বেনেট। 🧜আবেশ খানের লেনথ বলে চার মারতে গিয়েছিলেন বেনেট। ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে চার মারতে গিয়েছিলেন তিনি। তখন লাফিয়ে উঠে শূন্যে থেকে অনবদ্যভাবে ক্যাচ করেন রবি বিষ্ণোই।
ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে ভারতীয় দল। তারা নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হ𓃲ারিয়ে ১৮২ রান করে। ভারত অধিনায়ক শুভমন গিল এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। তিনি ৪৯ বলে ৬৬ রান করেছেন। তাঁর ইনিংসে তিনি হাঁকিয়েছেন সাতটি চার এবং তিনটি🌊 ছয়।
এছাড়াও ওপেনার যশস্বী জসওয়াল ৩৬ এবং রুতুরাজ গায়কোয়াড় ৪৯ রান করেছেন। ব্লেসিং মুজারাবানি এবং সিকন্দর রাজা দুটি করে উইকেট নেন। জবাবে জিম্বাবোয়ে দꦜল ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করতে সমর্থ হয়। ডিয়ন মেয়ার্স ৬৫, ক্লাইভ মাদান্দে ৩৭ রান করে লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি।