ভারতীয় ক্রিকেট দ♒লের টিম ম্যানেজমেন্টের বেজায় চিন্তার কারণই প্রথম টেস্টে দল নির্বাচন। রোহিত শর্মা, শুভমন গিলের অনুপস্থিতিতে টপ অর্ডারে কাদের খেলানো হবে সেই নিয়ে চিন্তা থাকছেন। বিরাট কোহলি সাধারণত চার নম্বরে নামেন। পন্ত, বা সরফরাজও তিনে নামেন না সাধারণত। এতদিন শুভমন গিলই তিন নম্বরে ব্যাটিং করতেন। কিন্তু গিলের চোটটাই যেন সব অঙ্ক তালগোল পাকিয়ে দিয়েছে ভারতের।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া🍬য় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থাꦡ সরফরাজের!
সাম্প্রতিক সময় ভারতীয় ট💞েস্ট দলে যে কবার সুযোগ পেয়েছেন ধ্রুব জুরেল, ততবারই তিনি নিজের সেরা দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে একটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স ছিল তাঁর। হয়েছিলেন ম্যাচের সেরা। এবার কদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে এ দলের হয়ে টেস্ট সিরিজে খেলতে গিয়েও ভালো পারফরমেন্স করেন।
ধ্রুব জুরেল ব্যাটিং করবেন ৬ নম্বরে। ঋষভ পন্তের ঠিক পিছনেই। উইকেটরক্ষকের ভূমিকায় অবশ্য থাকবেন পন্তই। জুরেল খেলবেন স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই। পার্থ টেস্টের আগে ভারতীয় দলের এই ক্রিকেট﷽ারেরই প্রশংসায় প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি বলছেন, চাপের সময় অনেকে ভেঙে পড়ে, কিন্তু জুরেলের ক্ষেত্রে সেটা হয় না।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে🌠 ৪ হলে🌟ন…
রবি শাস্ত্রী বলছেন, ‘দল যখন চাপে পড়ে যায় তখন অনেক ক্রিকেটার ব্যর্থ হতে শুরু হয়। কেউ একটু চা꧙পে পড়ে যায়। স্নায়ুচাপ ধরে রাখতে পারে না। কিন্তু ওর বিষয়টা যদি তুমি দেখ, তাহলে ও টেম্পারমেন্টটা সেরা। যখন দরকার এসেছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ও দলের জন্য দাঁড়িয়েছিল। তাই আমার মনে হয় ওকে বর্ডার গাভাসকর ট্রফি📖 সিরিজেও দেখতে চলেছি ভালো পারফরমেন্স করতে’।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকা✅র…
শাস্ত্রী আরও বলছেন, ‘অস্ট্রেল🐓িয়া এ দলের বিরুদ্ধে যে পারফরমেন্সটা ও করেছে ৬০ আর ৮০ রানের, সেটা ওকে অনেক সাহায্য করবে। ওকে অনেক অনেক আত্মবিশ্বাস দেবে এই সিরিজের আগে। ওর হাতে অনেক শটও আছে। ও যে শুধু ব্লক করে সেটা নয়, ও শটও খেলে অনেকরকমের। আর সব থেকে বড় কথা হচ্ছে ও টেলেন্ডারদের সঙ্গেও ব্যাট করতে পারে ’। শুক্রবার 𒐪থেকে পার্থে শুরু প্রথম টেস্ট ম্যাচ।