নিজের অবসর গ্রহণের পরিকল্পনা প্রসঙ্গে জানালেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বিমল কুমারের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে আলোচনা করছিলেন। অশ্বিন জানান, তিনি এই মুহূর্তে অবসর গ্💜রহণ নিয়ে কিছু ভাবছেন না। পরিবর্তে নিজের ক্রিকেট𝔉 ক্যারিয়ারে নজর দিতে চান। দিন দিন কিভাবে আরও উন্নতি করা যায় সেই বিষয়ে ভাবতে চান। রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে জায়গা করে নিয়েছেন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এমএ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাইয়ে শুরু হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট ম্যাচটি গ্রীন পার্ক কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
অশ্বিন বলেন, ‘আমি এই মুহূর্তে এসব কিছু নিয়ে ভাবছি না। আমি প্রতিটি দিন, ম্যাচ নিয়ে আ✱লাদা করে ভাবি। কারণ যখন আপনার বয়স হয়ে যায় তখন প্রতিটি দিন আপনাকে অতিরিক্ত প্রচেষ্টা করতে হয়। সেই সময় কিছু এক থাকে না। আমি বিগত ৩-৪ বছর ধরে নিজেকে উন্নত করার জন্য অনেক চেষ্টা করেছি’। তিনি আরও বলেন, ‘আমি এখনও নিজ🌼ের অবসরের বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করিনি। তবে যেদিন মনে হবে আর উন্নতি করা আমার পক্ষে সম্ভব না, সেদিন খেলা ছেড়ে দেব’।
রবিচন্দ্রন অশ্বিন ২০১১ সালে ভারতের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলেন, প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার ইতিমধ্যেই দেশের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। ১৮৯ ইনিংসে ৫১৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। তিনি তাঁর পারফরম্যান্স ধরে রাখার জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিশ্রম করায় বিষয়ে জোর দিয়েছেন বলে জানিয়েছেন। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির জন্য স্পিনার হিসাবে তিনিই প্রথম পছন্দ বোর্ডের। হবেই না বা কেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর রেকর্ড যথেষ্ট চমকপ্রদ। অজিদের বিরুদ্ধে তিনি ২২টি টেস্ট ম্যাচে ১১৪টি উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ২.৭০। এরমধ্যে অস্ট্রেলিয়ার পিচে ১০টি টেস্ট ম্যাচে ৩৯🍸টি উইকেট নিয়েছেন। বর্তমানে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) পয়লা নম্বর স্থানে রয়েছে। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৮.৫২। ভারত WTC সিরিজের অংশ হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ২টি টেস্ট ম্যাচ খেলবে সেপ্টেম্বরে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট খেলবে ভারতে। তারপর চলে যাবে অস্ট্রেলিয়ায়। সেখানে ৫টি টেস্ট ম্যাচ খেলবে।